১৫ বছরে সর্বনিম্ন তাপমাত্রা দিল্লিতে
বছরের প্রথম দিনে ঘন কুয়াশা আর তীব্র শীতে অসাড় হয়ে পড়েছে দিল্লি। জানুয়ারির ১ তারিখ সেখানে তাপমাত্রা নেমেছে ১.১ ডিগ্রিতে, যা গত ১৫ বছরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০০৬ সালের ৮ জানুয়ারি। ওইদিন সেখানে তাপমাত্রা নেমেছিল ০.২ ডিগ্রিতে। গতবছর জানুয়ারি মাসে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
আইএমডির আঞ্চলিক পূর্বাভাস কেন্দ্রের প্রধান কুলদীপ শ্রীবাস্তব এনডিটিভিকে জানান, দিল্লির সফদরজং ও পালাম এলাকায় ভোর ছয়টার দিকে কুয়াশা খুব ঘন ছিল। খুব কাছের জিনিসও সহজে চোখে পড়েনি।
তবে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে শ্রীবাস্তব বলেন, পশ্চিমা আবহাওয়ার প্রভাব ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে ২ থেকে ৬ জানুয়ারির মধ্যে পড়বে। ৪ থেকে ৫ জানুয়ারির মধ্যে দিল্লি এবং তার আশপাশের এলাকার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০০৬ সালের জানুয়ারিতে ০.২ ডিগ্রির পর গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেল দিল্লিতে। আজকের দিন পর্যন্ত এই তাপমাত্রাই থাকবে। আগামীকাল থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে।’
চলতি শীত মৌসুমে এর আগে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বৃহস্পতিবার - ৩.৩ ডিগ্রি; আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গত ১৮ ডিসেম্বর - ১৫.২ ডিগ্রি।
এসএমডব্লিউ/