ভারতের অন্যান্য রাজ্যগুলোর তুলনায় পশ্চিমবঙ্গে এতদিন করোনা সংক্রমণের হার কিছুটা কম থাকলেও সম্প্রতি তা বাড়তে শুরু করেছে। বুধবার পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২০৭ জন; আর এ রাজ্যে মারা গেছেন ৭৭ জন।

গত ২৪ ঘণ্টার নিরীক্ষায় দেখা গেছে, পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে এগিয়ে আছে কলকাতা। বুধবার সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০২ জন, মারা গেছেন ২২ জন।

করোনায় আক্রান্ত ও মৃতের হিসেবে কলকাতার পরই আছে উত্তর চব্বিশ পরগনা জেলা। বুধবার উত্তর চব্বিশ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭৮ জন, মারা গেছেন ১৬ জন।

এছাড়া রাজ্যের আরো যেসব জেলায় বুধবার উচ্চ সংক্রমণ দেখা গেছে সেগুলো হলো- হাওড়া (আক্রান্ত ৯৫৫, মৃত ৫), হুগলি (আক্রান্ত ৮৮২, মৃত ৫), বীরভূম (আক্রান্ত ৭৮২, মৃত ৫), পশ্চিম বর্ধমান (আক্রান্ত ৮৫০) ও নদিয়া (আক্রান্ত ৬৯০)।

২০২০ সালের ৩০ জানুয়ারি প্রথম করোনা রোগী শনাক্ত হয় ভারতের কেরালা রাজ্যে। সে বছর ফেব্রুয়ারিতে করোনাকে বিশ্ব মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯৩ হাজার ৫৫২ জন, ১১ হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে।

ভারতের মহারাষ্ট্র, দিল্লি, উত্তর প্রদেশ বা কর্ণাটক রাজ্যের মতো ভয়াবহ না হলেও দিনকে দিন সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটছে পশ্চিমবঙ্গে। রাজ্যের স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে বুধবার।

তিনি আরো বলেন, রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন লক্ষাধিক। সংক্রমণের হারও ৩০ শতাংশের ঊর্ধ্বে।

এসএমডব্লিউ