বাংলাদেশে সার রপ্তানি করতে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে। সৌদি আরবের খনি বিষয়ক রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান মাদেন এবং বাংলদেশের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএডিসি) মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। 

বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে মাদেনের পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তির অধীনে পুরো ২০২১ সালজুড়ে বিএডিসিকে ফসফেট সার সরবরাহ করা হবে।

মাদেনের শীর্ষ নির্বাহী কর্মকর্তা মোসায়েদ আল-ওহালি এ প্রসঙ্গে বলেন, ‘ ‘বাংলাদেশে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের যোগান স্থিতিশীল রাখার ক্ষেত্রে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দেশের অর্থনীতির পুনর্গঠনে সম্প্রতি ‘ভিশন ২০৩০’ প্রকল্প গ্রহণ করেছে সৌদি সরকার। এ প্রকল্পের আওতায় তেলের পাশাপাশি অন্যান্য পণ্য উৎপাাদন বৃদ্ধি ও রফতানির ওপর জোর দেয়া হচ্ছে। 

‘ভিশন ২০৩০’ প্রকল্পে মাদেনকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করছে দেশটির সরকার। সে অনুযায়ী প্রতিবছর ৯০ লাখ টন ফসফেট সার উৎপাদনের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।  

 এর আগে আফ্রিকায় সারের ব্যবসা সম্প্রসারণ করতে গত বছর সার সরবরাহকারী প্রতিষ্ঠান মেরিডিয়ান গ্রুপকে কিনে নিয়েছে মাদেন। মরিশাস ভিত্তিক এ প্রতিষ্ঠানটি আফ্রিকার চারটি দেশ মালাউই, মোজাম্বিক, জিম্বাবুয়ে এবং জাম্বিয়ায় সার রফতানি করে থাকে। 

 

সূত্র:আরব নিউজ

 

এসএমডব্লিউ/