দেশে তৈরি কোভিড টিকা কোভ্যাক্সিনের দাম কমাল এর উদ্ভাবক ভারত বায়োটেক। ঘোষণা অনুযায়ী রাজ্যগুলোর কাছে ৪০০ রুপি মূল্যে টিকা বিক্রি করবে সংস্থাটি। এর আগে অবশ্য ভারত বায়োটেক প্রতিডোজ টিকার দাম ৬০০ রুপি নির্ধারণ করেছিল। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আজ বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে ভারত বায়োটেক জানিয়েছে যে, দেশে করোনার দ্বিতীয় দফার প্রকোপের এই সময়ে সরকারি স্বাস্থ্য দফতরের সমস্যার কথা মাথায় রেখেই দাম কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

এর আগে গতকাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত করোনা টিকার প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া তাদের তৈরি টিকা ‘কোভিশিল্ড’-এর দাম কমানোর ঘোষণা দিয়েছিল। সেরামের প্রধান নির্বাহী টিকার মূল্য ৪০০ থেকে ৩০০ রুপি করার ঘোষণা দেন।

আরও পড়ুন>> বিপর্যস্ত ভারত, টিকার দাম কমালো সেরাম

সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়াল এক টুইট বার্তায় জানিয়েছিলেন, ‘সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার পক্ষ থেকে জনহিতকর কাজের অংশ হিসেবে রাজ্যগুলোর জন্য কোভিশিল্ড টিকার মূল্য ৪০০ থেকে কমিয়ে ৩০০ রুপি করা হলো।’

টিকাদান কর্মসূচির জন্য রাজ্য ও টিকা প্রস্তুতকারী সংস্থাগুলোকে দাম নির্ধারণের ছাড়পত্র দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। তারপর রাজ্যগুলোর জন্য সেরাম টিকার ডোজপ্রতি ৪০০ রুপি এবং ভারত বায়োটেক ডোজপ্রতি ৬০০ রুপি মূল্য নির্ধারণ করেছিল।

এক সপ্তাহ আহে সেরাম ও ভারত বায়োটেক রাজ্য ও বেসরকারি হাসপাতালের জন্য টিকার মূল্য নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু টিকার দাম অনেক বেশি বলে অভিযোগ করে বিভিন্ন রাজ্যের সরকার, হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ। তারপর আসে এমন সিদ্ধান্ত।

আগামী শনিবার থেকেই ভারতে শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ের টিকাদান কর্মসূচি। তার আগে কো-উইন অ্যাপের মাধ্যমে এক কোটি ৪০ লাখ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। এতদিন ৪৫ উর্ধ্বদের টিকা দেওয়া হলেও শনিবার থেকে ১৮-৪৫ বয়সীরা টিকা পাবেন।

এএস