বিশ্বে ফাইজারের প্রথম টিকা নিলেন ব্রিটিশ দাদী
মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং জার্মানির বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে নিয়েছেন ব্রিটিশ এক দাদী। মঙ্গলবার একটি হাসপাতালে নবতিপর ওই দাদীর মাধ্যমে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করেছে যুক্তরাজ্য।
আগামী সপ্তাহে ৯১ বছর বয়সে পা রাখবেন মার্গারেট কিনান। ব্রিটিশ গণমাধ্যমে নবতিপর এই বৃদ্ধাকে দাদী বলে সম্বোধন করা হচ্ছে। ভ্যাকসিন নেয়ার পর তিনি বলেছেন, এটা আমার জন্মদিনের আগাম সেরা উপহার। গ্রিনিচ মান সময় মঙ্গলবার ৬টা ৩১ মিনিটে তাকে ফাইজার-বায়োএনটেকের প্রথম ভ্যাকসিন দেয়া হয়।
বিজ্ঞাপন
আগামী কয়েক সপ্তাহে যুক্তরাজ্যে প্রথম ধাপে ৮ লাখ ভ্যাকসিন প্রয়োগ করা হবে। চলতি মাসে ৪০ লাখের বেশি ভ্যাকসিন প্রয়োগ করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
যুক্তরাজ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সুরক্ষায় ৮০ বছরের বেশি বয়সী, স্বাস্থ্যসেবা কর্মী এবং কেয়ার হোমের কর্মীরা অগ্রাধিকারভিত্তিতে করোনার টিকা পাবেন।
বিজ্ঞাপন
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক দেশটিতে মঙ্গলবার ভ্যাকসিন দিবস ঘোষণা করেছেন। প্রথম ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম দেখতে পেয়ে তিনি রোমাঞ্চিত বলে মন্তব্য করেছেন। তারপরও আগামী কয়েক মাস দেশটির নাগরিকদের করোনা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন প্রথম দফার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম দেখতে লন্ডনের একটি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, টিকা পাওয়া মানুষের এবং পুরো দেশের জন্য ভালো।
চলতি সপ্তাহে ভ্যাকসিন সরবরাহের জন্য দেশটির অন্তত ৭০টি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। মঙ্গলবার কভেন্ট্রির ইউনিভার্সিটি হাসপাতালের নার্স মে পারসনস ফাইজারের প্রথম টিকাটি কিনানের শরীরে প্রয়োগ করেন। কিনান বলেন, আমি অনেক বেশি সৌভাগ্যবতী যে প্রথম ব্যক্তি হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়েছি।
ভ্যাকসিন নিতে অন্যদের উৎসাহ দিতে গিয়ে ব্রিটিশ এই দাদি বলেছেন, অন্যদের প্রতি আমার পরামর্শ হলো- ভ্যাকসিনটি নিন। আমি যদি ৯০ বছর বয়সে নিতে পারি, তাহলে আপনিও এটি নিতে পারেন।
এর আগে, ফাইজার-বায়োএনটেক তাদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনটি তৃতীয় ধাপের বৃহৎ পরিসরের পরীক্ষায় ৯৫ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে বলে জানায়। নিরাপদ এই ভ্যাকসিনের ৪ কোটি ডোজ কেনার চুক্তি সম্পন্ন করেছে যুক্তরাজ্য; যা দিয়ে দেশটির ২ কোটি মানুষকে দু’টি করে ডোজ প্রয়োগ করা যাবে।
বিশ্বে দ্রুততম সময়ে প্রথম কোনও ভ্যাকসিন তৈরির রেকর্ড গড়েছে ফাইজার এবং বায়োএনটেক। একটি ভ্যাকসিন তৈরিতে কয়েক দশক পর্যন্ত সময়ের দরকার হলেও মাত্র ১০ মাসেই করোনাভাইরাসের ভ্যাকসিনের যুগান্তকরী উদ্ভাবনের মাইলফলকে পৌঁছেছে মার্কিন ও জার্মান এ দুই কোম্পানি।
তবে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হলেও মানুষকে এখনও সচেতনতা অবলম্বন এবং ভাইরাসের বিস্তার ঠেকাতে করোনাভাইরাসের বিধি মেনে চলতে হবে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান
এসএস