জন্মের ৮ দিনে করোনা আক্রান্ত, ১৫ দিনে মৃত্যু
মা ছিলেন করোনা পজিটিভ। জন্মের আট দিন পর পরীক্ষায় সদ্যজাত শিশুটির দেহেও ধরা পড়ে প্রাণঘাতী করোনা। সপ্তাহখানেক লড়াইয়ের পর অবশেষে ১৫ দিন বয়সে ভাইরাসটির কাছে হার মানে ছোট্ট শিশুটি।
পরিবারের খুশি হয়ে আসা শিশুটি সবাইকে কাঁদিয়ে মাত্র ১৫ দিনের মাথা পৃথিবী ত্যাগ করল। ভারতের নয়াদিল্লির গাজিয়াবাদের এক বেসরকারি হাসপাতালে ঘটেছে এমন ঘটনা।
বিজ্ঞাপন
ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডেলিভারির আগে করোনা রিপোর্ট নেগেটিভ ছিল ওই নারীর। সন্তান প্রসবের পর বাড়ি ফিরে গিয়ে করোনায় আক্রান্ত হন তিনি। আট দিনের শিশুটিও সংক্রমিত হয়। কিন্তু, তার রিপোর্ট নেগেটিভ চলে আসায় ১৫ দিনের মাথায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে রোজই নতুন রেকর্ড গড়ছে করোনা। নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই। অব্যাহত মৃত্যুর মিছিল। তবে, কোথাও কোথাও সংক্রমণের বিরুদ্ধে চমকপ্রদ লড়াইয়ের দৃষ্টান্ত দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণের সংখ্যা প্রথমবারের মতো চার লাখের গণ্ডি ছাড়িয়েছে। এ দিন মোট আক্রান্ত হয়েছেন চার লাখ এক হাজার ৯৯৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জনে। নতুন করে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিন হাজার ৫২৩ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনে।
এফআর