ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে আজ। এছাড়া আজই পাওয়া যাবে দেশটির আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরি রাজ্যের ফলাফলও। কিন্তু সবার নজর পশ্চিমবঙ্গের দিকে।

মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন? নাকি সেখানকার মানুষ রাজ্যটি তুলে দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে? এক্সিট পোল বলছে- পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি ২০০ আসন জেতার রণহুঙ্কার দিয়েও শেষ পর্যন্ত মমতার কাছে গোল খাবেন নরেন্দ্র মোদি-অমিত শাহ?

পশিচমবঙ্গের ফলাফল নিঃসন্দেহে ভারতের জাতীয় রাজনীতির জন্যও অনেক গুরুত্বপূর্ণ। বিজেপিকে রুখে দিয়ে মমতা ফের পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করলে দেশটির জাতীয় রাজনীতিতে তিনি হয়ে উঠবেন বিজেপি-বিরোধী জোটের প্রধান মুখ। অন্যদিকে মমতাকে হারিয়ে বিজেপি জয়লাভ করলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির দল আরও শক্তিশালী হয়ে অবতীর্ণ হবে।

বস্তুত, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে সরাসরিই লড়াই হচ্ছে মমতা বনাম মোদির। পশ্চিমবঙ্গ দখলের লড়াইয়ে রাজ্যটিতে একের পর এক জনসভা করেছেন মোদি। করোনা সংক্রমণ না বাড়লে যার সংখ্যা আরও বাড়তো। শেষ দু’টি জনসভা বাতিল হলেও ভার্চুয়াল মাধ্যমে সভা করেছেন মোদি।

অন্যদিকে অমিত শাহ তো পশ্চিমবঙ্গকে প্রায় ঘরবাড়ি বানিয়ে ফেলেছিলেন। গত ৬ এপ্রিল আসামের ভোট শেষ হওয়ার পরে আরও বেশি করে পশ্চিমবঙ্গমুখী হয়ে পড়েন মোদি-শাহ।

উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা ভোটে বিজেপি রাজ্যটিতে মাত্র তিনটি আসনে জয় পেয়েছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে সেই বিজেপিই ১৮টি আসনে জয়লাভ করে। তখন থেকেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেন। তার সেই স্বপ্ন সত্যি হবে নাকি তৃতীয়বারের মতো মমতা ফের ক্ষমতায় ফিরবেন; জানা যাবে আজ।

টিএম