উহানের রাস্তায় রাস্তায় হাজার হাজার মানুষ আনন্দ-উল্লাসে বরণ করে নিয়েছেন নতুন বর্ষ ২০২১

চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান; যেখানে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে কেড়েছে লাখ লাখ প্রাণ, ভুগিয়েছে কোটি কোটি মানুষকে— শুক্রবার রাতে সেই উহানের রাস্তায় রাস্তায় হাজার হাজার মানুষ আনন্দ-উল্লাসে বরণ করে নিয়েছেন নতুন বর্ষ ২০২১। জানুয়ারির শেষের দিক থেকে এপ্রিলের শুরু পর্যন্ত ১১ কোটির বেশি মানুষের এই শহর পরিণত হয়েছিল এক ভূতুড়ে নগরীতে। 

চিরাচরিত ঐতিহ্য মেনে চীনের নববর্ষ উদযাপনের অন্যতম জনপ্রিয় এই নগরীর হ্যানকো কাস্টমস হাউস ভবনের সামনে হাজার হাজার মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

হ্যানকো কাস্টমস হাউস ভবনের প্রাচীরের ঐতিহ্যবাহী ঘড়িতে ঘণ্টার কাটা ১২টায় পৌঁছানো মাত্র শত শত ব্যালুন, ফানুস আকাশে উড়িয়ে নববর্ষের উদযাপন শুরু হয়। এ সময় উপস্থিত মানুষের ‌‘শুভ নববর্ষ’ চিৎকারে শহর প্রকম্পিত হয়।

২০ বছর বয়সী উহানের শিক্ষার্থী ও ভ্রমণপীপাসু ইয়াং ওয়েনজুয়ান বলেন, আমি সত্যিই অবিশ্বাস্য রকমের খুশি। এটাই আমার উহানে প্রথম নববর্ষ উদযাপন। তবে ক্ষণগণনার মুহূর্তটি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর।

তিনি বলেন, ‌‘আমি আশা করছি যে, আমার স্নাতক ডিগ্রি সফলভাবে অর্জন করতে পারবো। আমি একজন প্রেমিক খুঁজে পাবো বলেও আশা করছি।’  

তবে বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে উহানের রাস্তায় ছিল ব্যাপক পুলিশি উপস্থিতি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা। মাস্ক না পরে আসা অনেক মানুষকে পুলিশ উদযাপনস্থল ত্যাগ করার নির্দেশ দেয়। একেবারে শান্ত পরিবেশে ক্ষণগণনা শুরু হয় সেখানে। 

উহানে অজানা কারণে নিউমোনিয়ার প্রাদুর্ভাবের তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) চীন জানানোর এক বছরের মাথায় নববর্ষ উদযাপনে উহানে মানুষের ঢল নামে। 

চলতি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিশেষজ্ঞ দল করোনার উৎপত্তিস্থ উহান সফরে যাওয়ার কথা রয়েছে। এই ভাইরাসের উৎপত্তি অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য এই প্রতিনিধি দলকে পাঠাচ্ছে চীনে।

গত বছরের ডিসেম্বরে চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন দেশে করোনার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউ চলছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৪৪ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু ছাড়িয়েছে ১৮ লাখ ৩৬ হাজার।  

সূত্র : রয়টার্স, বিবিসি।

এসএস