রাজ্যে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতির জেরে পশ্চিমবঙ্গে মেডিকেল অক্সিজেনের বরাদ্দ বাড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুক্রবার দেওয়া ওই চিঠির খামে ‘খুব জরুরি’ শব্দবন্ধ লেখা হয়েছে বলে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজারকে নিশ্চিত করেছে মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্ন।

প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার কারণে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা বেড়েছে। রোজই প্রায় ৪৭০ মেট্রিক টন অক্সিজেন লাগছে। আগামী ৭-৮ দিনে তা বেড়ে হতে পারে ৫৫০ মেট্রিক টন।’

চিঠিতে মমতা অভিযোগ করে লেখেন, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য সচিব পশ্চিমবঙ্গে মেডিকেল অক্সিজেন বরাদ্দের পরিমান বাড়ানোর কথা বলেছিলেন, কিন্তু তাতে কোনে ফল হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে অক্সিজেনের বরাদ্দ না বাড়িয়ে অন্যান্য রাজ্যে বেশি মেডিকেল অক্সিজেন বরাদ্দ করছে কেন্দ্র, আর সেটি করছে পশ্চিমবঙ্গে উৎপাদিত অক্সিজেন থেকেই।

মমতা বন্দোপাধ্যায় লিখেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে গত দশ দিনে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পাঠানো অক্সিজেনের পরিমাণ ৩০ টন বাড়ানো হয়েছে। পূর্বে এই পরিমাণ ছিল ২৩০ টন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৬০ টন।

কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হওয়া সত্বেও পশ্চিমবঙ্গে মেডিকেল অক্সিজেনের পরিমাণ বাড়ানো হয়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, যেখানে বর্তমানে পশ্চিমবঙ্গে ৫৫০ টন মেডিকেল অক্সিজেন প্রয়োজন সেখানে কেন্দ্র থেকে সরবরাহ করা হচ্ছে ৩০৮ টন অক্সিজেন।

কেন্দ্রীয় সরকার বরাদ্দ না বাড়ালে রাজ্যজুড়ে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটবে ও অনেক চিকিৎসাধীন রোগীর মৃত্যু হতে পারে বলেও চিঠিতে শঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে দিন কে দিন অবনতি হচ্ছে সংক্রমণ পরিস্থিতির। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪৩১ জন, মারা গেছেন ১১৭ জন। বর্তমানে পশ্চিমবঙ্গে সক্রিয় করোনা রোগী আছেন ১ লাখ ২২ হাজার ৭৭৪ জন।

এসএমডব্লিউ