ভারতের পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে টানা চারদিন রাজ্যটিতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছাড়াল ১০০ বা তার বেশি। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ হাজারের বেশি মানুষ। রাজ্যজুড়ে নানা বিধিনিষেধ আরোপ করেও করোনার দ্বিতীয় ঢেউকে প্রতিরোধ করা যাচ্ছে না।

শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে ১৯ হাজার ২১৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে কেবল উত্তর ২৪ পরগনা জেলাতেই নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৯৫৭ জন। অন্য দিকে, কলকাতাতেও নতুন করে ৩ হাজার ৯১৫ জন সংক্রমিত হয়েছেন।

মহামারির শুরু থেকে সব মিলিয়ে এখন পর্যন্ত রাজ্যটিতে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৪ হাজার ২৮২ জনে। সংক্রমণের মোট হার ৮ দশমিক ৮০ শতাংশ।

আক্রান্তের সংখ্যার মতোই উদ্বেগ বাড়াচ্ছে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য দফতরের হিসাবে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে মোট ১১২ জন মারা গেছেন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৩৩ এবং কলকাতায় ২৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ৬ জন করে মারা গিয়েছেন দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

মহামারির শুরু থেকে পশ্চিমবঙ্গে করোনায় মৃতের মোট সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার। শুক্রবারের সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৬ জনে।

টিএম