মাস্কের উপর নোলক পরে ভাইরাল!
মাস্কে নাক ঢাকলেও নাকের অলঙ্কারের ব্যবহার আটকে থাকেনি। ‘নিউ নর্মালের’ এই কালে গয়নার বাক্স থেকে নথ কিংবা নোলক জাতীয় গয়না লোপ পাওয়ার আশঙ্কা করেছিলেন যারা, তাদের এক রকম চমকে দিয়েই সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি।
তাতে দেখা যাচ্ছে, মাঝবয়সী এক নারী সবরকম সুরক্ষাবিধি বজায় রেখে নাকের অলঙ্কার পরেছেন। শুধু নাকের বদলে তা শোভা পাচ্ছে একটি এন ৯৫ মাস্কের উপরে। ছবির ওই নারীর এমন সজ্জা দেখে নেটিজেনরা বিস্মিত।
বিজ্ঞাপন
সুরক্ষাবিধি মেনে সাজগোজ করায় উপস্থিত বুদ্ধির প্রশংসার সঙ্গে মহামারিকালে এমন সাজ নিয়ে কেউ কেউ বাঁকা কথাও বলেছেন। তবে ‘আন্টিজির সাজ’ নামে নেটমাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়েছে ছবিটি। সঙ্গে এক একটি পোস্টে জুড়েছে ভিন্ন ভিন্ন রকমের মন্তব্য।
ভাইরাল ছবিতে ওই নারীকে গোলাপি শাড়িতে প্রচুর গয়না পরে একটি অনুষ্ঠানে দেখা গেছে। মুখে সাদা রঙের এন ৯৫ মাস্কের উপরেই একটি নথ পড়েছেন। নাকের বদলে নথটিকে আটকেছেন মাস্কে। আর তার সাজের এই বহর নিয়েই নানা উক্তি করেছেন নেটিজেনরা।
বিজ্ঞাপন
— Dipanshu Kabra (@ipskabra) May 7, 2021
অভিনব এই সাজ দেখে কেউ যেমন লিখেছেন যে, ‘যত বড় মহামারিই আসুক না কেন, সাজগোজে কমতি রাখা চলে না’। আবার কারও মতে, বিষয়টা ‘চূড়ান্ত পর্যায়ের শো অফ’ ছাড়া আর কিছু নয়। তবে তার এই ছবি আর মাস্কের উপরে নথ নিয়ে আলোচনা চলছে সমানে।
এএস