করোনাভাইরাস মহামারির প্রকোপে বিপর্যস্ত ভারতের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এমন পরিস্থিতিতে ক্রমবর্ধমান করোনা চাপ সামলাতে দেশটির অবসরপ্রাপ্ত শত শত সামরিক চিকিৎসককে আবারও কাজে ফেরার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

করোনার নতুন ধরনে সংক্রমণ এবং মৃত্যুর নিত্য-নতুন রেকর্ডে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন। যা রোববারের তুলনায় প্রায় ৩৭ হাজার কম। এ নিয়ে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জনে।

গত শনিবার ও রোববার করোনায় আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যু ছাড়িয়েছিল ৪ হাজারের গণ্ডি। তবে রোববার সেই সংখ্যা বেশ কিছুটা কমে এলেও এখনও রয়েছে সাড়ে তিন হাজারের ওপরে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৭৫৪ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়া প্রায় ৪০০ জন চিকিৎসক আবারও কাজে যোগ দিতে যাচ্ছেন।

চুক্তির ভিত্তিতে তারা আগামী ১১ মাসের জন্য কাজে যোগ দেবেন। এছাড়া প্রতিরক্ষা অন্যান্য চিকিৎসকরাও অনলাইনে করোনা ও অন্যান্য রোগীদের পরামর্শ দিতে রাজি হয়েছেন।

করোনার তাণ্ডব মোকাবিলায় ভারতের বেশ কিছু রাজ্যে গত কয়েক মাস ধরে কঠোর লকডাউন কার্যকর রয়েছে। অন্যান্য রাজ্যে জনগণের চলাচলে কঠোর বিধি-নিষেধ আরোপ এবং সিনেমা হল, রেস্টুরেন্ট, পাব ও শপিং মল বন্ধ রাখা হয়েছে। কিন্তু করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর গত বছরের মতো এবারও দেশজুড়ে লকডাউন জারির চাপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

দিনের নির্দিষ্ট সময়ে বিধি-নিষেধ, রাত্রিকালীন কারফিউয়ের পরিবর্তে শতভাগ, সুপরিকল্পিত এবং পূর্ব-ঘোষণা দিয়ে লকডাউন জারির আহ্বান জানিয়েছে দ্য ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন। 

এমনকি যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের প্রধান ডা. অ্যান্থনি ফাউসিও ভারতকে পুরোপুরি লকডাউনে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে ভারতে পূর্ণাঙ্গ শাটডাউন দরকার।

মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসির ‘দিজ উইক’ অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের উদ্দেশে ফাউসি বলেন, আপনাকে শাটডাউন করতেই হবে। আমি বিশ্বাস করি ভারতের বেশ কিছু রাজ্য ইতোমধ্যে এটি করেছে। কিন্তু আপনাকে সংক্রমণের চেইন ভাঙতে হবে। এটি করার একটি উপায় হলো শাটডাউন।

সূত্র: রয়টার্স।

এসএস