পশ্চিমবঙ্গে করোনায় আরও ১৩৫ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৫ জনের মৃত্যু হয়েছে। একইসময়ের মধ্যে রাজ্যটিতে ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ২০ হাজারের বেশি। এছাড়া দৈনিক বিপুল সংখ্যক মানুষ নতুন করে আক্রান্ত হওয়ায় সংক্রমণের মোট হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৩ শতাংশে।
বুধবার (১২ মে) রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৭৭ জন। এর মধ্যে কেবল উত্তর ২৪ পরগনায় ৪ হাজার ৯১ এবং কলকাতায় ৩ হাজার ৯৮৯ সংক্রমিত হয়েছেন। মহামারি শুরুর পর থেকে রাজ্যে সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৫৩ হাজার ১১৭ জন।
বিজ্ঞাপন
এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৩৫ জনের। যার মধ্যে কেবল কলকাতাতেই প্রাণ হারিয়েছেন ৪৪ জন। এ ছাড়া উত্তর ২৪ পরগনায় ২৭ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় মারা গেছেন ১১ জন। রাজ্যটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭২৮ জনে।
প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ায় সংক্রমণের মোট হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৩ শতাংশে। একইসঙ্গে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ২৮ দশমিক ৮২ শতাংশ।
বিজ্ঞাপন
টিএম