ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি সহিংস আচরণের জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি কঠোর এবং প্রতিরোধমূলক শিক্ষা দেওয়া উচিত।

তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক অধিদফতর বলেছে, অধিকৃত পূর্ব-জেরুজালেম এবং গাজা উপত্যকায় ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে এমন মন্তব্য করেন এরদোয়ান।

অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন রাজনৈতিক দল হামাস পবিত্র আল-আকসা মসজিদ থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করে নিতে ইসরায়েলকে সোমবার আল্টিমেটাম দেয়। প্রাচীন নগরী জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি সামরিক বাহিনীর সহিংসতার পর এই সময়সীমা বেধে দেয় হামাস।

ইসলামের তৃতীয় পবিত্র স্থাপনা আল-আকসা মসজিদে টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলি পুলিশ অভিযান চালায়। সেখানে নামাজরত মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট, স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাসও নিক্ষেপ করে।

 গত কয়েকদিনের এই সংঘাতে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৮৩ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে অন্তত ১৪ শিশুও রয়েছে। আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি। তবে হামাসের হামলায় ইসরায়েলের দুই সৈন্যসহ ছয়জন নিহত হয়েছে।

অধিকৃত পূর্ব-জেরুজালেমের শেখ জারাহ থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে ইসরায়েলি বসতি স্থাপনের পথ তৈরি করতে ইসরায়েলের সামরিক বাহিনী অভিযান চালানোর পর সম্প্রতি উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলকে একটি শক্ত ও প্রতিরোধমূলক শিক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন এরদোয়ান। একই সঙ্গে ইসরায়েলকে কঠোর এবং পরিষ্কার বার্তা দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দ্রুত হস্তক্ষেপের আহ্বানও জানিয়েছেন তিনি। 

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী গঠন করা যায় কি না সে ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরামর্শ দিয়েছেন এরদোয়ান।

পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের প্রতি তেল আবিবের নীতির কারণে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক বিরাজ করছে তুরস্ক এবং ইসরায়েলের। কিন্তু গত বছরের শেষের দিকে তুরস্ক এবং ইসরায়েলের সম্পর্কের উন্নয়ন দেখার আশা প্রকাশ করেছিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বিশ্বের প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ১৯৪৯ সালে ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল তুরস্ক। ২০১০ সালে দেশ দু’টির মাঝে চরম উত্তেজনা দেখা দেওয়ার পর সম্পর্ক ছিন্নের ঘটনাও ঘটে।

তুর্কি মালিকানাধীন জাহাজ মাভি মারমারায় ইসরায়েলি কমান্ডোদের হামলায় তুরস্কের ফিলিস্তিনপন্থী ১০ কর্মী নিহত হওয়ার পর দুই দেশের মাঝে সম্পর্ক ছিন্নের ওই ঘটনা ঘটে।

৬ বছর পর ২০১৬ সালে সম্পর্ক পুনরায় স্থাপন করা হলেও ২০১৮ সালে আবারও অবনতি ঘটে। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিবাদে ওই বছরের মে মাসে তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় আঙ্কারা। 

এরদোয়ানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উত্তপ্ত বাগবিতণ্ডা হয় সেই সময়। দুই দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দিলেও পরস্পরের ব্যবসা-বাণিজ্য আগের মতোই অব্যাহত থাকে। একই বছরের আগস্টে তুরস্ক হামাসের সদস্যদের পাসপোর্ট দিচ্ছে বলে অভিযোগ করে ইসরায়েল। একই সঙ্গে তুরস্কের এই পদক্ষেপকে বন্ধুত্বসুলভ নয় বলেও হুঁশিয়ার করে দেয় তেল আবিব।

সূত্র: আলজাজিরা, রয়টার্স।

এসএস