লকডাউনে ফিরল জিম্বাবুয়ে
দেশব্যাপী আবারও লকডাউন জারি করেছে জিম্বাবুয়ে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অবিলম্বে কার্যকরের ঘোষণা দিয়ে শনিবার (২ জানুয়ারি) এ লকডাউন জারি করা হয়। একইসঙ্গে দেশটিতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।
লকডাউনকালে আগামী ৩০ দিন কেবল হাসপাতাল, ঔষধের দোকান ও সুপামার্কেটসমূহ খোলা থাকবে বলে জানানো হয়েছে। জিম্বাবুয়ের নাগরিকদের কারফিউ ও লকাডাউনের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিজ্ঞাপন
এদিকে করোনা সংক্রমণ রুখতে পুনরায় লকডাউন জারির কারণে দেশটির দরিদ্র জনগোষ্ঠী আরও ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ প্রথম দফা লকডাউনের কারণে দেশটির অর্থনীতি এখনও সংকটের মধ্যেই রয়েছে এবং তা যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠার চেষ্টা চলছিল।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বৈশ্বিক মহামারিতে রূপ নিলে গত বছরের মার্চ মাসে দেশব্যাপী প্রথম লকডাউন জারি করে জিম্বাবুয়ে সরকার। কিন্তু ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির আশংকায় ওই সময় লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হয়।
বিজ্ঞাপন
জিম্বাবুয়ের ভাইস প্রেসিডেন্ট ও স্বাস্থ্যমন্ত্রী কন্সতান্তিনো চিউনগা সাংবাদিকদের বলেন, সম্প্রতি করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়ে পড়ায় সরকারকে বাধ্য হয়ে আবারও লকডাউন জারি করতে হয়েছে।
উল্লেখ্য, জিম্বাবুয়েতে গত দু’মাসে করোনা সংক্রমণ ৮ হাজার ৩৭৪ জন থেকে বেড়ে ১৪ হাজার ৮৪ জন হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৩৬৯ জন।
টিএম