মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখ ৭৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে এই সংখ্যা নতুন রেকর্ড বলে উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

চলমান মহামারিতে করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪০ লাখ মানুষ; প্রাণ গেছে সাড়ে ৩ লাখের বেশি।

সম্প্রতি দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণ এবং মৃত্যু ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। মার্কিন সরকারের শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফাউসি ক্রিসমাসের পরই সতর্ক করেছিলেন, মহামারির কঠিনতম দিনগুলো এখনও সামনে অপেক্ষা করছে। ক্রিসমাস এবং নতুন বছরের ছুটিতে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও সতর্কবার্তায় জানিয়েছিলেন তিনি।

করোনার উচ্চ-সংক্রমণে বিধ্বস্ত এই দেশটি মহামারি থেকে পরিত্রাণ পেতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে; তবে দেশটির হাসপাতালগুলো এখনো উপচে পড়ছে কোভিড আক্রান্ত রোগীদের ভীড়ে।

যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের ১ কোটি ৩০ লাখ ডোজ টিকা বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় এই টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪২ লাখ মানুষ।

তবে ২০২০ সালের শরতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বছর শেষ হওয়ার পূর্বেই যুক্তরাষ্ট্রের ২০ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে বলে ঘোষণা দেয়া হয়েছিল।

সূত্র: এনডিটিভি।

এসএমডব্লিউ/এসএস