যুক্তরাজ্যের প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের আগামী সোমবার থেকে স্কুলে পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটেনের স্কুলে শিশুদের করোনা সংক্রমণের সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘স্কুলগুলো নিরাপদ এবং এ ব্যাপারে আমাদের মনে কোনও সন্দেহ থাকা উচিত নয়।’  

করোনার নতুন ধরন শনাক্তের প্রেক্ষিতে লন্ডন এবং দক্ষিণপূর্ব ইংল্যান্ডের স্কুলগুলো দুই সপ্তাহ ধরে বন্ধ থাকার ঘটনাকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ‘স্কুল থেকে শিশুদের করোনা সংক্রমণের ঝুঁকি একেবারেই কম এবং সে তুলনায় শিক্ষার উপকারিতা অনেক বেশি।’

প্রধানমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে লন্ডন এবং দক্ষিণপূর্ব ইংল্যান্ড ব্যাতীত ইংল্যান্ডের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় আগামী সোমবার থেকে খুলে যাবে বলে আশা করা হচ্ছে।

তবে বিদ্যালয় খোলার পরিবর্তে ইন্টারনেটভিত্তিক শিক্ষা কার্যক্রমের পক্ষে মত দিয়েছেন অনেক অভিভাবক এবং প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ। আবার ক্রিসমাস ছুটির পর বিদ্যালয়গুলো খুলে দেয়া উচিত- এমন মতও জানিয়েছেন অনেকে। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, চলমান মহামারি পরিস্থিতির প্রেক্ষিতে জনস্বাস্থ্যকে যেমন গুরুত্ব দেয়া হচ্ছে, তেমনই এ কারণে শিক্ষা কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সে ব্যপারেও তার সরকার সম্পূর্ণ সচেতন।   

তিনি বলেন,‘আমরা যদি একবার যুক্তরাজ্যে এই মহামারির অতীতের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে দেশে মহামারি শুরুর সময় থেকে পুরো যুক্তরাজ্যে তো বটেই, এমনকি যেসব এলাকায় করোনা সংক্রমণের হার বেশি ছিল, সে সব স্থানেও দীর্ঘদিন স্কুলগুলো খোলা ছিল।’   

এর আগে রাজধানী লন্ডনের অধিভূক্ত বেশ কিছু পৌর কর্তৃপক্ষের চাপের মুখে গত শুক্রবার পুরো লন্ডনের সমস্ত প্রাথমিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন।

সরকারের ঘোষণা অনুযায়ী, লন্ডন এবং এর আশপাশের এলাকাগুলো ব্যাতীত ইংল্যান্ডের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ৪ জানুয়ারি খুলে দেয়া হচ্ছে, মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা হবে আগামী ১১ জানুয়ারি। 

ওয়েলসের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার অধিকাংশ বিদ্যালয় আগামী ১১ জানুয়ারি নাগাদ খুলে দেয়া হবে।

ইংল্যান্ডের উত্তরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়া হবে ১১ জানুয়ারির পর; মাধ্যমিক স্কুলের অষ্টম ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পুরো জানুয়ারি অনলাইন ক্লাস চলবে পুরো জানুয়ারি জুড়েই। উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে স্কুলে যেতে পারবে। 

স্কটল্যান্ডে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড়দিনের ছুটি ১১ জানুয়ারি পর্যন্ত। আগামী ১৮ জানুয়ারি সেখানে বিদ্যালয়গুলো খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টার্গন।

সূত্র: বিবিসি

এসএমডব্লিউ/এসএস