সপ্তাহ খানেক আগেই ঘূর্ণিঝড় তওকতের আঘাত মোকাবিলা করেছে ভারত। এখন দেশটিতে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ঘূর্ণিঝড় ইয়াস, যা বুধবার (২৬ মে) পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আঘাত হানতে পারে।

ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) পূর্বাভাস দিয়েছে, বুধবার পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়ার ঝড়টি ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নেবে, যার গতিবেগ ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। ঝড়টি ২৬ মে সন্ধ্যায় আঘাত হানতে পারে।

ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ভারী বৃষ্টি হতে পারে জানিয়ে দেশটির আবহাওয়া অফিস।

আইএমডি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (২৪ মে) সকালেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর আরও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বুধবার সকালে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে পৌঁছাবে ইয়াস।

ঝড়ের প্রভাবে সোমবার আন্দামান এবং নিকোবর দ্বীপ অতি বৃষ্টির মুখে পড়তে পারে। এছাড়া ওড়িশার উত্তর উপকূলীয় অঞ্চলে ২৫ মে অতি ভারী বৃষ্টি হতে পারে।

২৫ থেকে ২৭ মে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও ভারী বৃষ্টি হতে পারে। একই সময়ে ঝাড়খণ্ড এবং বিহারেও ভারী বৃষ্টি হতে পারে।

এসএসএইচ