ভারতের করোনা মোকাবিলার প্রশংসায় বিল গেটস-গেব্রেয়াসুস
করোনা মহামারি প্রতিরোধে ভারত সরকারের বৈজ্ঞানিক উদ্ভাবন ও সিদ্ধান্তমূলক পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো চেয়ারম্যান বিল গেটস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
ভারতের শিগগির শুরু হতে যাওয়া বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচির সাফল্যও কামনা করেছেন এই দুইজন।
বিজ্ঞাপন
সোমবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়কে ট্যাগ করে দেয়া এক টুইটবার্তায় বিল গেটস বলেন,‘কোভিড মহামারি থেকে উত্তরণে পুরো বিশ্বে যে কর্মযজ্ঞ চলছে, তার সঙ্গে সঙ্গতি রেখে ভারতের নেতৃবৃন্দ টিকা প্রস্তুত করণের যে সক্ষমতা দেখিয়েছে তা সত্যিই দারুন। ভারতের এই বৈজ্ঞানিক উদ্ভাবন অবশ্যই প্রশংসার দাবিদার।
পৃথক এক টুইট বার্তায় করোনা সংক্রমণ মোকাবিলায় ভারত সরকারের ভূমিকার প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।
বিজ্ঞাপন
মহামারি প্রতিরোধে ভারত সরকার ধারাবাহিকভাবে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে ওই বার্তায় গেব্রিয়াসুস বলেন, ‘বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদনকারী দেশ হিসেবে ভারতের কার্যক্রম প্রশংসার দাবি রাখে। আমরা যাদি একসঙ্গে কাজ করি, পৃথিবীর সব উপদ্রুত এলাকায় নিরাপদ এবং কার্যকর টিকা পৌঁছে দেয়া সম্ভব।’
এদিকে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য দুটি টিকা অনুমোদন দেয়ার একদিন পরই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, করোনা প্রতিরোধে বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচির যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হওয়ার পথে।
টিকা উদ্ভাবন ও প্রস্তুতে অংশ নেয়া দেশের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা দেশের গৌরব বাড়িয়েছেন উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন, ‘ভারতে বিশ্বের সর্ববৃহৎ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। যারা এ ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছেন, সে সব বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্য ভারত আজ গর্বিত।’
গত রোববার ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ডের করোনা টিকা কোভিশিল্ডের অনুমোদন দিয়েছে। অক্সফোর্ডের পাশাপাশি এ টিকা প্রস্তুতের কাজে অংশ নিয়েছে ভারতের সেরাম ইন্সটিটিউট। এছাড়া ভারতের জৈবপ্রযুক্তি (বায়োটেকনোলজি) প্রতিষ্ঠানের উদ্ভাবিত করোনা টিকা কোভ্যাক্সিনও টিকাদান কর্মসূচিতে ব্যবহার করতে কোনও বাধা নেই বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
সূত্র: এনডিটিভি।
এসএমডব্লিউ