করোনাভাইরাস মহামারির মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কিনা সে বিষয়টি নিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে মতামত চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা রোববার এ খবর জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে জনমত চেয়ে এমন পদক্ষেপ ঘোষণার পর একই আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তি টুইট করে মমতা ‌‘সন্তানদের ভবিষ্যত সবচেয়ে গুরুত্বপূর্ণ’ অভিহিত করে জনমত জানানোর আহ্বান জানিয়েছেন।

রোববার ওই টুইট বার্তায় মমতা বন্দোপাধ্যায় লিখেছেন, ‘আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি আমরা।’

তিনি আরও লেখেন, ‘আমরা অভিভাবক, সাধারণ মানুষ, নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের কাছেও তাদের মতামত জানতে চাইছি। আমি সবাইকে সরকারের তরফে দেওয়া তিনটি ইমেইল আইডিতে আগামী সোমবার দুপুর ২টার মধ্যে মতামত জানাতে অনুরোধ করছি।’ 

গত বুধবার মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। তার পরেই রাজ্য সরকার মাধ্যমিক শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মনোবিদ, চিকিৎসক ও শিশু সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করেন।

ওই কমিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না, পরীক্ষা হলেও কীভাবে সেই পরীক্ষা নেওয়া হবে ও পরীক্ষা না হলেও মূল্যায়ন কী ভাবে হবে তা খতিয়ে দেখবে। ওই রিপোর্টের আগেই এবার জনমত জানতে চাইলো সরকার। আবেদন করলেন মুখ্যমন্ত্রীও।

এএস