হাতির থেকে নেওয়া হচ্ছে করোনাভাইরাসের নমুনা/ ছবি: টুইটার থেকে।

ভারতের চেন্নাইয়ে একটি চিড়িয়াখানায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক সিংহীর। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৯টি সিংহ। এরপরেই কোয়মবত্তুর ও নীলগিরি জেলার বন দফতরের ৫৬টি হাতির করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, কোঝিমুরি ক্যাম্পে ২৮টি হাতির নমুনা সংগ্রহ করার সময় তামিলনাড়ুর বনমন্ত্রী কে রামচন্দ্র নিজে উপস্থিত ছিলেন। সেখানে ১৮টি পুরুষ ও ১০টি স্ত্রী হাতি রয়েছে। তাদের মধ্যে ৩টি কুনকি হাতি, ৫টি সাফারি হাতি ও ৪টি বয়স্ক হাতি রয়েছে। সেই ক্যাম্পের ৬০ জন মাহুত ও তাদের পরিবারকে ইতোমধ্যেই টিকা দেওয়া হয়েছে।

অন্য দিকে, মাদুমালাইয়ের থেপ্পাকাদু ক্যাম্পের ২৮টি হাতির নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখানকার ৫২ জন মাহুত, ২৭ জন সহকারী মাহুত ও তাদের পরিবারকেও টিকা দেওয়া হয়েছে। হাতির নমুনাগুলো উত্তরপ্রদেশের ইন্ডিয়ান ভেটেরনারি রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হবে বলে জানানো হয়েছে। কিছু দিনের মধ্যেই সেই রিপোর্ট এসে পৌঁছাবে তামিলনাড়ুর বন দফতরের হাতে।

এইচকে