রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০৫ জনের দেহে মহামারি করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফেব্রুয়ারির পর দেশটিতে এটাই একদিনে সর্বাধিক শনাক্তের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৮০ হাজার ৪৫৪ জনে।  

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রায়ত্ত টিভিকে বলেন, জুন কিংবা জুলাইয়ে রাজধানী শহরটি করোনা সংক্রমণের চূড়া প্রত্যক্ষ করবে বলে মনে করা হচ্ছে। তবে মস্কোর প্রায় অর্ধেক মানুষের ইমিউনিটি তৈরি হয়েছে বলে দাবি তার।   

রাশিয়ার রাজধানীর মেয়র বলেছেন, ‘আমরা ভেবেছিলাম গত বছরের মতো এপ্রিল ও মে মাসে বসন্তের সময় সংক্রমণের চূড়া দেখা দেবে, তবে বাস্তবে তা হতে যাচ্ছে জুন-জুলাইতে এবং ওই সময় সংক্রমণ হবে আরও বেশি।’

মস্কোর মেয়র আরও বলেন, সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা দিলেও এখনই চলমান বিধিনিষেধগুলো আরও কঠোর করা হবে না। গতদিন আরও ৩৯৬ মৃত্যুর পর দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৬৭৪ জনে।   

দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার হিসাবে অবশ্য মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি। ওই সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী রাশিয়ায় ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত করোনা সংক্রান্ত প্রাণহানি আনুমানিক ২ লাখ ৭০ হাজার। 

এএস