ষাটোর্ধ্বদের অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ার পরামর্শ ইএমএ’র
ষাটোর্ধ্বদের অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা প্রয়োগ স্থগিত করা উচিত বলে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)। ইউরোপের এই ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কোভিড-১৯ টাস্ক ফোর্সের প্রধান বলেছেন, বিরল রক্ত জমাট বাঁধার আশঙ্কায় এবং অন্যান্য ভ্যাকসিন সহজলভ্য হওয়ায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ষাটোর্ধ্বদের শরীরে প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকাকে সব বয়সীদের জন্য নিরাপদ হিসেবে বিবেচনা করে। তারপরও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি সদস্য দেশ তাদের নির্দিষ্ট একটি বয়সের জনগোষ্ঠীর ওপর এই টিকার প্রয়োগ স্থগিত করেছে। বিরল রক্ত জমাট বাঁধার কারণে ৫০ থেকে ৬৫ বছর অথবা তদুর্ধ্বদের মাঝে এই টিকার প্রয়োগ স্থগিত করেছে ইইউর কয়েকটি দেশ। যদিও রক্ত জমাট বাঁধার ঘটনা তরুণদের ক্ষেত্রেই বেশি দেখা গেছে।
বিজ্ঞাপন
অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ঝুঁকির ব্যাপারে ইএমএ’র কোভিড-১৯ টাস্কফোর্সের প্রধান মার্কো কাভালেরি ইতালীয় দৈনিক লা স্ট্যাম্পাকে বলেছেন, মহামারির প্রেক্ষাপট বিবেচনায় অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে আমাদের অবস্থান ঝুঁকি-উপকার অনুপাতে সব বয়সীদের অনুকূলে ছিল এবং আছে।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হ্রাস এবং ঝুঁকির তুলনায় তরুণ জনগোষ্ঠীর সংক্রমিত কম হওয়ার বিষয়টি বিবেচনায় কাভালেরি বলেন, মেসেঞ্জার আরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন যেমন— মডার্না, ফাইজার-বায়োএনটেক তরুণদের শরীরে প্রয়োগ করাই বেশি ভালো।
তাহলে ষাটোর্ধ্বদের শরীরে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্বাস্থ্য কর্তৃপক্ষের এড়ানো উচিত কি-না; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, এড়ানো উচিত। ফ্রান্স এবং জার্মানির মতো অনেক দেশ এমআরএনএ ভ্যাকসিনগুলোর ব্যাপক সহজলভ্যতার আলোকে এটি বিবেচনা করছে।’
বিজ্ঞাপন
শুক্রবার ইতালির সরকার বলেছে, তারা দেশের ষাটোর্ধ্ব নাগরিকদের শরীরে অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার সীমিত করবে। অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর শরীরে বিরল রক্ত জমাট বেঁধে দেশটির এক কিশোরের মৃত্যু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইতালি।
বিরল রক্ত জমাট বাঁধার সমস্যার কারণে সৃষ্ট উদ্বেগ থেকে ইউরোপের অনেক দেশের মতো গত মার্চে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ সাময়িক স্থগিত করে ইতালি। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি ঝুঁকির তুলনায় উপকার বেশি বলে জানিয়ে দেওয়ার পর একই মাসে আবারও ষাটোর্ধ্বদের শরীরে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ শুরু করে ইতালি।
সূত্র: রয়টার্স।
এসএস