সিডনিতে ২৫ লাখ টাকার চোখ ধাঁধানো রান্নাঘর
কিচেন থেকে দেখা যায় ছবির মতো সুন্দর এই দৃশ্য
বিশ্বে ভোজনরসিক মানুষের সংখ্যা অনেক। রান্নাঘর প্রেমীর সংখ্যাও কিন্তু কম নয়। শুধু রান্নাঘরের পেছনে লাখ লাখ টাকা খরচ করেছেন অনেকে। এবার তাক লাগিয়ে দিলো অস্ট্রেলিয়ার সিডনির তেমনই এক চমকপ্রদ রান্নাঘর। শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশের এক বাড়িতে ওই কিচেন বানাতে খরচ হয়েছে ২৫ লাখ টাকারও বেশি।
বিজ্ঞাপন
চোখ ধাঁধানো কিচেনটি ‘চ্যানেল সেভেন’র বাণিজ্যিক পরিচালক ব্রুস ম্যাকউইলিয়ামের বাড়িতে। বাড়িটি নির্মাণে খরচ করছেন অন্তত ১০ কোটি টাকা।
বিজ্ঞাপন
সিডনিতে মানসম্মত একটি বাড়ির দাম গড়ে ২৫ লাখ টাকার মতো। সেখানে একটি কিচেনের পেছনেই খরচ করা হলো ২৫ লাখ টাকার বেশি।
এ সম্পর্কে পিলিঞ্জার রিয়েল এস্টেটের তালিকাভুক্ত এজেন্ট ব্র্যাড পিলিংগার ডেইলি মেইল অস্ট্রেলিয়াকে বলেন, বাড়িটি ওলসলে রোডে সৌন্দর্যের প্রতীক হয়য়ে দাঁড়িয়ে আছে।
৪৬০ বর্গমিটার আয়তনের অ্যাপার্টমেন্টটি দেখলেই চোখ জুড়িয়ে যাবে। বাড়ির সামনের রাস্তাটিও সিডনির সেরা রাস্তার মধ্যে অন্যতম।
তিনতলা অ্যাপার্টমেন্টটিতে রয়েছে মার্বেল পাথরে নির্মিত ৬টি বাথরুম। ৫ বছর সময় ধরে সুচারুরূপে সম্পন্ন হয়েছে বাথরুমগুলোর কাজ। রয়েছে ৫টি বেডরুম, জিম, তিনটি গ্যাস ফায়ারপ্লেস ও একটি লিফট। কিচেনের সম্মুখে খোলা ছাদের পাশেই বিস্তৃত জলাধার। বিস্তৃত ডাইনিংয়ে গড়িয়ে পড়ে সূর্যের নরম আলো।
এইচকে