ভারতে ১৮ দিনে ১০ বার বেড়েছে জ্বালানি তেলের দাম
করোনাভাইরাসের প্রকোপ কমায় পশ্চিমা বিশ্বে চাহিদার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। আগের সব রেকর্ড ভেঙে ১৮ দিনে ভারতে ১০ বার জ্বালানি তেলের দাম বেড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, এখন পর্যন্ত দেশটির ৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০-র গণ্ডি পার করেছে পেট্রোলের দাম। তবে দেশটির চারটি মেগাসিটির মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতাতে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবারের হিসাবে কলকাতায় পেট্রলের দাম লিটারে ৯৬.৮৪ রুপি এবং ডিজেলের দাম লিটারে ৯০.৫৪ রুপি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার পরেও দেশের বাজারে জ্বালানির দামে এই নিয়মিত বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে।
গত ৪ মে’র পর থেকে ভারতে জ্বালানি তেলের দাম এখনও পর্যন্ত ২৬ বার বেড়েছে। পেট্রোলের দাম লিটারে ১০০ রুটি ছুঁয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক এবং লাদাখে।
বিজ্ঞাপন
রাজস্থানের গঙ্গানগর জেলায় পেট্রোল লিটারে ১০৮.০৭ রুপি। এছাড়া ডিজেলের দাম ১০০ পার করে লিটারে দাঁড়িয়েছে ১০০.৮২ রুপি।
ভারতের চার মেট্রো শহরের মধ্যে রাজধানী দিল্লিতে পেট্রোল ৯৬.৮৩ রুপি ও ডিজেলের দাম লিটারে ৮৭.৬৯ রুপি। বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পেট্রোলের ১০৩.০৮ রুপি এবং ডিজেল ৯৫.১৪ রুপি। চেন্নাইয়ে পেট্রোল ৯৮.১৪ রুপি এবং ডিজেলের দাম ৯২.৩১ রুপি।
এএস