অন্তত ৪০ জনের মৃত্যু
সুইজারল্যান্ডে মদের দোকানের আগুনের সূত্রপাত মোমবাতি থেকে হতে পারে
সুইজারল্যান্ডের ক্রান্স মোন্টানার একটি মদের দোকানে বিস্ফোরণ ও আগুন লেগে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। গতকাল নতুন বছর উদযাপন উপলক্ষ্যে সেখানে জড়ো হয়েছিলেন শতাধিক মানুষ। যাদের বেশিরভাগ বিদেশি পর্যটক ছিলেন।
ওই মদের দোকানে থাকা ইমা ও আলবানি নামে এক ফরাসি যুগল জানিয়েছেন, মোমবাতি থেকে ভয়াবহ এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তারা।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম বিএফএমটিভিকে তারা বলেছেন, মোমবাতি মদের দোকানের ছাদের খুব কাছাকাছি ছিল। সেখান থেকে প্রথমে ছাদে আগুন ধরে।
তারা বলেছেন, এক ওয়েটার ছাদের কাছে জন্মদিনের সেই মোমবাতি কিছু মদের বোতলের ওপর রাখেন।
বিজ্ঞাপন
“কয়েক সেকেন্ডের মধ্যে, পুরো ছাদে আগুন ধরে যায়। সবকিছু কাঠ দিয়ে বানানোয় আগুন ছড়িয়ে যায়।”— বলেন তারা।
আগুনের শিখা খুব দ্রুত বাড়তে থাকে জানিয়ে তারা বলেছেন, “পুরো ছাদে আগুন লাগে। এমনকি প্রথম তলাও আগুনে ছেয়ে যায়। আমরা তখন বের হওয়ার চেষ্টা করি।”
কিন্ত সেখান থেকে বের হওয়া বেশ কষ্টসাধ্য ছিল। কারণ বের হওয়ার রুমটি ছিল সরু, বের হওয়ার সিঁড়িগুলো ছিল আরও সরু।
আমরা খুবই ভাগ্যবান ছিলাম। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২০০ মানুষ ওই সরু সিঁড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করেন— যোগ করেন তারা।
সূত্র: বিবিসি
এমটিআই