প্রায় দু’বছর পর নিজের মেয়ে কিম জু আয়ে-কে জনসমক্ষে এনেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ মেয়েসহ কিম জং উন এবং তার স্ত্রীর একটি ছবি প্রকাশ করেছে।

গতকাল শুক্রবার স্ত্রী রি সোল জু, মেয়ে কিম জু আয়ে এবং নিজের অনুগত সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাজধানী পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার সাবেক মৃত শাসকদের সমাধিসৌধ কুমসুসানে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন কিম। সেই ছবি প্রকাশ করেছে কেসিএনএ।

তবে চেয়ং সেয়ং-চ্যাং-এর এ মতামত উড়িয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রয়ত্ত থিঙ্ক ট্যাংক সংস্থা কোরিয়ান ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা হং মিন।

“জু আয়ে-এর বয়স এখন খুব সম্ভবত এখন ১৩ বছর। তাই এই বয়সে পিতার উত্তরাধিকার হওয়া তো দূরের ব্যাপার, কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সদস্যপদ প্রাপ্তির বয়সও তার হয়নি। কিম জং উন এ ব্যাপারটি ভালোভাবেই জানেন।”

“আমার মনে হয় এই ছবি প্রকাশের মাধ্যমে কিম বার্তা দিতে চাইছেন যে তার পরিবার স্থিতিশীল আছে এবং তিনি একজন সুখী-সংসারী মানুষ।”

প্রসঙ্গত, কিম জং উনের মেয়ে কিম জু আয়ে-এর বয়স সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি উত্তর কোরিয়ঢার সরকার। তাবে তার জন্ম ২০১৩ সালের এর শুরুর দিকে।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পিয়ংইয়ংয়ে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে প্রথমবার মেয়েকে জনসমক্ষে এনেছিলেন কিম।