ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো দেশটিতে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আজ শনিবার যুক্তরাষ্ট্র আটক করার পর প্রথমবারের মতো প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন মাচাদো।

তিনি বলেছেন, ‘জনগণের সার্বভৌমত্বের’ সময় এসেছে। তিনি নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বি প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে দেওয়া চিঠিতে মাচাদো বলেছেন, আপনার জন্য এই শক্তিশালী বক্তব্যগুলোর একটি সাবলীল এবং সহজবোধ্য অনুবাদ নিচে দেওয়া হলো:

"নিকোলাস মাদুরো আজ থেকে আন্তর্জাতিক বিচারব্যবস্থার মুখোমুখি হচ্ছেন। ভেনেজুয়েলার সাধারণ মানুষ এবং আরও অনেক দেশের নাগরিকদের ওপর তিনি যে ভয়াবহ অপরাধ করেছেন, তাকে এখন তারই জবাব দিতে হবে।"

"আলোচনার মাধ্যমে কোনো সমাধানে আসতে তিনি বারবার অস্বীকৃতি জানিয়েছেন। তাই মার্কিন সরকার আইন প্রয়োগ করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, আজ তারা সেটিই বাস্তবায়ন করেছে।"

মাচাদো আরও বলেন, "আমাদের দেশে এখন জনগণের শাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সময় এসেছে। আমরা দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনব, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেব এবং একটি অনন্য সাধারণ দেশ গড়ে তুলব। আমাদের সন্তানদের আমরা আবারও তাদের ঘরে ফিরিয়ে আনব।"

মাচাদো দাবি করেছেন গঞ্জালেজ ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট। কারণ ২০২৪ সালের নির্বাচনে তিনিই জয় লাভ করেছিলেন।

চব্বিশের বিতর্কিত নির্বাচনের পর চলতি বছরের শুরুতে মাদুরো আবারও প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এ নির্বাচনে মাদুরো ব্যাপক কারচুপি করেছেন বলে অভিযোগ করে আসছিলেন মাচাদো।

মাদুরোর বিরুদ্ধে গঞ্জালেজ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু নির্বাচনের পর তিনি স্পেনে পালিয়ে যান। বর্তমানে সেখানেই আছেন তিনি।

গঞ্জালেজকে ক্ষমতা দেওয়ার আহ্বান জানিয়ে মাচাদো বলেছেন, "গঞ্জালেজকে অবিলম্বে সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করতে হবে। সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরের অফিসার ও সৈনিকদের উচিত তাকে তাদের প্রধান সেনাপতি (কমান্ডার-ইন-চিফ) হিসেবে স্বীকৃতি দেওয়া।"

তিনি আরও বলেন, "আমাদের ওপর অর্পিত এই দায়িত্ব পালন এবং ক্ষমতা গ্রহণের জন্য আমরা আজ পুরোপুরি প্রস্তুত। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে সজাগ, সক্রিয় এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এই পরিবর্তনের লড়াইয়ে আমাদের সবাইকে প্রয়োজন।"

গঞ্জালেজ মাচাদোর এ চিঠি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে বলেছেন, "ভেনেজুয়েলার নাগরিকগণ, এখন এক চূড়ান্ত সময় পার করছি আমরা। জেনে রাখুন, আমাদের প্রিয় মাতৃভূমিকে নতুন করে গড়ে তোলার এক বিশাল কর্মযজ্ঞের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।"

সূত্র: সিএনএন

এমটিআই