ঝলসে দেওয়ার মতো গরম কিংবা হাড় হিম করার মতো ঠান্ডা— দুই ধরনের ঘটনা বাড়ছে উত্তরোত্তর। বাড়ছে তীব্র তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা। বিশ্বে প্রতি বছর তীব্র তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা গড়ে ৫০ লাখেরও ​বেশি।

গত বিশ বছর ধরে চালানো একটি গবেষণা এই উদ্বেগজনক খবর দিয়েছে। গবেষণা জানিয়েছে, উদ্বেগের বাড়তি কারণ বিশ বছর আগে শৈত্যপ্রবাহের যত ঘটনা ঘটতো বিশ্বে, এখন তার সংখ্যা অনেকটা কমলেও একলাফে অনেকটা বেড়েছে তীব্র তাপপ্রবাহের ঘটনা।

প্রধানত তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক ভাবে। আন্তর্জাতিক গবেষকদলের গবেষণাপত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিকেল জার্নাল ‘দ্য ল্যানসে’ এর প্ল্যানেটারি হেল্থ শাখা থেকে প্রকাশিত হয়েছে।

গবেষকরা বলছেন, বিশ্বে প্রতি বছর যত মানুষের স্বাভাবিক মৃত্যু হয়, তার ৯.৪ শতাংশ তীব্র তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহের শিকার। অর্থাৎ প্রতি এক লাখ মানুষের মধ্যে তীব্র তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা বিগত ২০ বছরের তুলনায় গড়ে ৭৪ জন করে বাড়ছে।

তবে গবেষণায় দেখা গেছে, বিশ্বের অন্যান্য অংশের তুলনায় ভারতের চিত্র বিপরীত। ভারতে উত্তরোত্তর বাড়ছে তীব্র শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা। প্রতি বছর ভারতে প্রায় ৭ লাখ মানুষের মৃত্যু হয় তীব্র শৈত্যপ্রবাহে। আর ৮৪ হাজার মানুষের মৃত্যু হয় তীব্র তাপপ্রবাহে।

প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিমে কানাডা ও যুক্তরাষ্ট্রের একাংশে প্রায় এক সপ্তাহ ধরে যে তাপপ্রবাহ বয়ে গেলো ​তার ফলে অন্তত ১০০ কোটিরও বেশি সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সামুদ্রিক জীববিজ্ঞানীরা।

এএস