আফগানিস্তানে সামরিক সংঘাত
একদিনে অন্তত ১০৯ তালেবান যোদ্ধা নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় দুটি প্রদেশে গতকাল শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে লড়াই-সংঘর্ষে সশস্ত্রগোষ্ঠী তালেবানের অন্তত ১০৯ যোদ্ধা নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে শনিবার নিশ্চিত করা হয়েছে।
সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী গতকাল শুক্রবার কান্দাহার প্রদেশের রাজধানী কান্দাহার ও পাশের ডান্ড জেলায় আফগান বিমানবাহিনীর সহায়তায় আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭০ তালেবান যোদ্ধা নিহত এবং আট জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
আফগানিস্তানের সেনাবাহিনীর ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, এদিন সকালে তালেবান যোদ্ধারা আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা ও কান্দাহার শহরে অনুপ্রবেশের চেষ্টা করলে দুই পক্ষের দিনব্যাপী সংঘর্ষ চলে।
ওইদিন কান্দাহার সীমান্তলাগোয়া হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ শহরের পাশের কালা-ই-বুলান শহরতলীতে বিমানবাহিনী এবং আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ৩৯ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।
বিজ্ঞাপন
দুই অঞ্চলে তালেবানের স্থানীয় নেতা তাজাগুল এবং নেহমন ওই অভিযানে নিহত হয়েছেন বলে সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে। এছাড়া দুই প্রদেশেই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
তবে আফগান সামরিক বাহিনী পক্ষ থেকে শুক্রবার দিনব্যাপী চলা সংঘর্ষ-লড়াইয়ে তালেবান যোদ্ধাদের হতাহতের খবর জানানো হলেও সশস্ত্র ওই সংঘাতে দেশটির নিরাপত্তা বাহিনীর কতজন সেনা নিহত হয়েছেন তা জানানো হয়নি। কিছু বলেনি তালেবানও।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্যরা আফগানিস্তান ছেড়ে চলে যেতে শুরু করার পর থেকে দেশটিতে সহিংসতা আবারও বাড়তে শুরু করেছে। অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। সরকারি বাহিনী সেগুলোর নিয়ন্ত্রণ পেতে পাল্টা অভিযান চালাচ্ছে।
এএস