দিল্লিতে ২৫০০ কোটি রুপির হেরোইন জব্দ
দিল্লি পুলিশের বিশেষ শাখা রোববার ৩৫৪ কেজি হেরোইনের একটি চালান জব্দ করেছে। দেশটির সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এর বাজারমূল্য প্রায় আড়াই হাজার কোটি রুপি। এই পাচারের সঙ্গে যুক্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দিল্লির পাশের ফরিদাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হিরোইনের এ চালান জব্দ করা হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, বলছে, আন্তর্জাতিক মাদক চোরাকারবারিদের বড় চক্রটি আফগানিস্তান, ভারত ও ইউরোপে তাদের কার্যক্রম পরিচালনা করত।
বিজ্ঞাপন
দিল্লি পুলিশ আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এত বেশি পরিমাণ মাদক জব্দ করা হয়নি দেশে। বিপুল পরিমাণ এই মাদক চোরাচালান এর সাথে আর কেউ জড়িত আছে কি না বা দেশে কোনও মাদক চক্র সক্রিয় রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
দিল্লি পুলিশের বিশেষ শাখার কমিশনার নিরাজ ঠাকুর এনডিটিভিকে নিশ্চিত করেছেন, আটক চার জনের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিক হজরত আলী, কাশ্মীরের বাসিন্দা রিজওয়ান আহমেদ এবং পাঞ্জাবের গুরজত সিং ও গুরদ্বীপ সিং।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে নীরজ ঠাকুর জানিয়েছেন, আফগানিস্তান থেকে ওই মাদক ভারতে এসেছিল। মুম্বাই থেকে দিল্লিতে জলপথে পাচার করা হয়েছিল সেই মাদক। এই মাদক কেনার জন্য পাকিস্তান থেকে টাকা পাঠানো হয়েছিল বলেও প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ।
নিরাজ ঠাকুর বলেন, ‘মধ্যপ্রদেশের শিবপুরীতে একটি কারখানায় ওই মাদক প্রথমে রাখার পরিকল্পনা ছিল। তার পরে তা অন্য জায়গায় পাচার করা হতো। তার জন্য দিল্লির ফরিদাবাদে একটি বাড়ি ভাড়া করা হয়েছিল। সেখান থেকেই সেগুলো জব্দ করা হয়।’
পুলিশ জানায়, জব্দ তালিকায় হেরোইন তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি রাসায়নিক দ্রব্যও রয়েছে। সব মিলিয়ে এই মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য ২ হাজার ৫০০ কোটি রুপির বেশি, যা পাঞ্জাবে পাঠানো হচ্ছিল।
— Special Cell, Delhi Police (@CellDelhi) July 10, 2021
এএস