ক্রমাগত হেঁচকি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোকে। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, কেন এত হেঁচকি হচ্ছে তা জানতে বুধবার প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ব্রাসিলিয়ার একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বোলসোনারোকে। আগামী এক থেকে দুই দিন তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। যদিও তার জন্য হাসপাতালে থাকার আবশ্যকীয়তা নেই।   

২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে আহত হয়েছিলেন প্রেসিডেন্ট বোলসোনারো। তখনও হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। তবে এবার তেমন কোনো শঙ্কা নেই জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি এখন সুস্থ আছেন। তার শারীরিক অবস্থা ভালো।’  

ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম গোলবোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রমাগত হেঁচকির পর পেটে ব্যথা শুরু হলে প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দিনের শুরুতে হাসপাতালে ভর্তি করা হলেও তার কী কী পরীক্ষা করা হয়েছে তা জানানো হয়নি।

প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বোলসোনারোর স্বাস্থ্যগত বেশ কিছু সমস্যা হয়। গত বছরের জুলাইয়ে তিনি কোভিড পজিটিভ হয়েছিলেন। গত কয়েক মাসে তাকে কাশি দিতেও দেখা গেছে। সম্প্রতি শুরু হয়েছে হেঁচকি। যার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হলো।  

এএস