ভিন্ন ভিন্ন ওষুধপ্রস্তুতকারকদের কোভিড-১৯ ভ্যাকসিনের মিশ্রণ ও অ্যান্টিবডি বাড়াতে বুষ্টার ডোজের ব্যাপারে চূড়ান্তে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ)। এ দুই বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়াটা আগাম হয়ে যাবে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, ভিন্ন ওষুধপ্রস্তুতকারকদের কোভিড-১৯ টিকার যেকোনও মিশ্রণের সুপারিশ করা থেকে বিরত থেকেছে ইএমএ। একই সঙ্গে সংস্থাটি বলেছে, অতিরিক্ত বুস্টার ডোজেরও প্রয়োজন হবে কি-না তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না।

তবে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি বলেছে, দ্রুত ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষায় করোনাভাইরাসের ভ্যাকসিনের দু’টি ডোজের দরকার।

বিবৃতিতে ইউরোপের এই ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, পণ্যের তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে টিকাদানের কোর্সে ভাইরাসের বিরুদ্ধে সর্বোচ্চ স্তরের সুরক্ষা থেকে উপকৃত হওয়াটাই জরুরি।

ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের অনুমান, আগামী আগস্টের শেষের দিকে ইউরোপে ডেল্টায় আক্রান্তের হার ৯০ শতাংশ হতে পারে।

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার এই ধরন বর্তমানে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এতে মহামারি থেকে মুক্তি লাভের পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। ফলে ভাইরাসের নতুন নতুন ধরনের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতার ক্ষয় ঠেকাতে গবেষক এবং ওষুধপ্রস্তুতকারকরা ভ্যাকসিনের উন্নতির চেষ্টা করছেন।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত দুই মাসে বিশ্বের অন্তত ১১১টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আগামী মাসগুলোতে করোনার এই ধরন বিশ্বের প্রাধান্য বিস্তারকারী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

সূত্র: রয়টার্স।

এসএস