পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার যোগ্যতা রয়েছে ইরানের। একই সঙ্গে তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

পাকিস্তানের শীর্ষ পর্যায়ের গণমাধ্যম ব্যক্তিত্ব এবং গবেষকদের সঙ্গে এক বৈঠকে ইমরান খান এসব কথা বলেন। বৈঠকে তিনি ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে দুঃখ প্রকাশ করেন। ২০১৮ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের ওপর আগের নিষেধাজ্ঞাসহ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন।

মার্কিন নিষেধাজ্ঞা ইরান এবং পাকিস্তানের মধ্যকার বাণিজ্য সম্পর্ক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান

 এর আগেও বিভিন্ন উপলক্ষে ইমরান খান ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন।

করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার পর গত বছরের মার্চে ইমরান খান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি মোকাবিলার জন্য ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া উচিত। 

ওই সময় তিনি বলেছিলেন, নিষেধাজ্ঞার কারণে ইরানের জনগণ দারুণ দুর্ভোগের মধ্যে রয়েছে এবং ইরানের সরকার করোনাভাইরাস মোকাবিলায় বাধার মুখে পড়ছে।

ইমরান খান বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির বিষয়ে সাম্প্রতিক বছরগুলোতে একটি ভালো সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আমার দল যখন ক্ষমতা নিয়েছিল তখন হয়ত পাকিস্তানের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক সন্তোষজনক পর্যায়ে ছিল না। কিন্তু এখন আমি বলতে পারি- দু’দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। পার্সট্যুডে।

এসএস