মহামারিকালে মাস্ক ও পিপিই’র মতো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের অধিক ব্যবহারে ​পাল্লা দিয়ে বেড়েছে বর্জ্য। ফেলে দেওয়া মাস্ক, পিপিই নিয়ে কী করা হবে তা নিয়ে চিন্তা বাড়ছে। তবে কেউ যদি সেগুলো অন্য কোনো কাজে লাগায় তাহলে মন্দ কী?

লন্ডনের এক পোশাক ডিজাইনার তাই করেছেন। বিয়ের গাউন বানিয়েছেন ১৫০০ মাস্ক দিয়ে। এছাড়া প্লাস্টিক পিপিই কিট ব্যবহার করেছেন গাউনের ভেতর দিকে। অদ্ভুত উপাদানে তৈরি এই গাউনের ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

হিচড নামে ওয়েডিং ওয়েবসাইটের মাধ্যমে গাউনের অর্ডার পান ডিজাইনার টম সিলভারউড। সম্প্রতি লন্ডন বিয়ের অনুষ্ঠানের ওপর থেকে করোনার কারণে চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রথম দিনে নজর কেড়েছে তার তৈরি বিশেষ ​ওই গাউন।

লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চে বিবাহ অনুষ্ঠানে কনে পরেন এই মাস্কের তৈরি গাউন। হিচড বলছে, প্রতিদিন ১০ কোটির বেশি মাস্ক ব্রিটেনে বাতিল করা হয়। সেই মাস্ক থেকে যদি এমন কিছু সৃষ্টি করা যায়, তাহলে দূষণ অনেকটাই কমে।

হিচড নামে একটি ওয়েডিং ওয়েবসাইটের সম্পাদক সারাহ আল্যার্ড বলছেন, ‘ব্রিটেনে বিবাহের অনুষ্ঠান ফের শুরু হওয়ায় আমরা ভীষণ খুশি। এই গ্রীষ্মে হাজার খানেক বিয়ের অনুষ্ঠান হবে। যুগলের জন্য আবারও ভাল সময় ফিরে এসেছে।’

এএস