ভারতের কেন্দ্রীয় সরকার প্রণীত বিতর্কিত তিনটি কৃষি আইনের বৈধতা খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশনা দিয়ে যতদিন পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ততদিন আইনগুলো স্থগিতের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

কোন সংশোধন কিংবা কমিটি গঠন নয়, সরকারকে সম্পূর্ণরুপে আইনগুলো প্রত্যাহার করতে হবে এমন দাবির কথা বলে অবশ্য এর আগেই নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইনগুলোর বিরুদ্ধে বিক্ষোভরত ভারতীয় কৃষকরা।

কেন্দ্রীয় সরকার প্রণীত আইন তিনটি নিয়ে তিন মাস ধরে দিল্লিতে বিক্ষোভ করছেন ভারতের কৃষকরা।

তবে কেন্দ্রীয় সরকার প্রণীত আইন তিনটি নিয়ে তিন মাস ধরে দিল্লিতে ভারতের কৃষকরা বিক্ষোভ করলেও দেশটির সর্বোচ্চ আদালত মঙ্গলবারের নির্দেশনায় জানালো যে, আইন তিনটির বৈধতা খতিয়ে দেখতে কমিটি গঠন ছাড়া পথ নেই।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, কমিটি গঠন বিচারবিভাগীয় প্রক্রিয়ায়। এতে বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। আইন স্থগিত রাখার ক্ষমতা রয়েছে আমাদের। কিন্তু অনির্দিষ্ট কালের জন্য আইন স্থগিত রাখা যায় না।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, কমিটি গঠন বিচারবিভাগীয় প্রক্রিয়ায়। এতে বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতা করে আদালতে যেসব পিটিশন জমা পড়েছিল, মঙ্গলবার দ্বিতীয় দফায় তার শুনানি শুরু করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

শুনানির শুরুতে আদালত বলেন, ‘এর সঙ্গে জীবন ও মৃত্যু জড়িয়ে। আইনগুলো নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। টানা আন্দোলন জীবনযাত্রায় প্রভাব ফেলছে। যতটা ভালোভাবে সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা।’

শীর্ষ আদালত জানিয়েছে, জনমানুষের কথা বিবেচনা করে আইনের বৈধতা খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন ও আইন স্থগিত করতে পারে আদালত। বিশেষ কমিটিতে নিজেদের মতামত জানাতে পারবেন কৃষকরা। 

এএস