সম্মুখসমরে বানরের দল, সড়কে যানজট!
সড়কে সম্মুখসমরে নেমেছিল বানরের দুটি দল। তাদের জন্য রাস্তায় অবরুদ্ধ হয়ে থাকলেন পথচারী। বানরদের ওই লড়াইয়ের ভিডিও উপভোগ করছেন নেটাগরিকরাও। কেননা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় ওই ভিডিও ভাইরাল হয়েছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত লোপবুড়ি শহরে রাস্তায় এই লড়াই বেধেছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েক রাস্তার সংযোগস্থলে মুখোমুখি বানরের লড়াই চলছে। শতাধিক বানরকে দেখা যাচ্ছে সেখানে।
বিজ্ঞাপন
বানরের ওই লড়াইয়ে আটকা পড়েছেন অনেকেই। লড়াই দেখতে খুশিমনে রাস্তায় দাঁড়িয়ে গেছেন বাইকআরোহীরা। কিছুক্ষণের মধ্যেই লড়াই বাধল বানরের দুই দলের। নিজেদের মধ্যে তুমুল লড়াই করলেও পথচারীদের অবশ্য তারা আক্রমণ করেনি।
বানরের লড়াই নিয়ে দেশটির জাতীয় উদ্যান দফতরের এক মুখপাত্র বলেন, ‘লোপবুড়িতে বানরের লড়াই কিন্তু নতুন নয়। প্রায়ই এ রকম লড়াই দেখা যায়। কখনো খাবারের জন্য, কখনো আবার এলাকা দখল কিংবা সঙ্গিনীর জন্য লড়াই করে তারা।’
বিজ্ঞাপন
নেটদুনিয়ায় এ রকম ভিডিও দেখার সুযোগ কমই আসে। তাই সুযোগ হাতছাড়া করেননি তারা। ইতোমধ্যে ওই ভিডিওর শেয়ার ১০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির সংবাদমাধ্যমগুলোও বানরের এই লড়াই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
এএস