দিল্লিতে এক কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে
জানুয়ারির মাঝামাঝি থেকে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে এক কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই তথ্য জানিয়ে বলেছেন, এতে করে দিল্লির প্রাপ্তবয়স্ক অর্ধেক মানুষ টিকা পেয়েছেন।
কেজরিওয়াল জানিয়েছেন, ‘আজ পর্যন্ত প্রায় ৭৪ লাখ মানুষকে এক কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ২৬ লাখ মানুষ কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছেন। বাকিরা পেয়েছেন টিকার একটি ডোজ। শিগগিরই দ্বিতীয় ডোজ দেওয়া হবে তাদের।’
বিজ্ঞাপন
তিনি জানিয়েছেন, ‘দিল্লির বাসিন্দা প্রায় দুই কোটি। এর মধ্যে আনুমানিক দেড় কোটির বয়স আঠারো বছরের বেশি এবং তারাই টিকা নিতে পারবেন। টিকা নেওয়ার যোগ্য প্রাপ্তবয়স্ক এসব মানুষের অর্ধেক টিকার একটি নয়তো উভয় ডোজই নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘দিল্লির মানুষের স্বেচ্ছায় টিকা নেওয়ার আগ্রহ রয়েছে। এ জন্য আমি সব স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ দিতে চাই। তবে ঘাটতির কারণে টিকার প্রয়োজনীয় সরবরাহ না পাওয়ার কারণে আমরা টিকাদান কর্মসূচির গতি বাড়াতে পারছি না।’
বিজ্ঞাপন
দিল্লি সরকারের তথ্য অনুযায়ী সেখানে প্রতিদিন ৫০ থেকে ৭০ হাজার ডোজ টিকা দেওয়া হচ্ছে। কেজরিওয়াল বলছেন, আমরা যদি পর্যাপ্ত সরবরাহ পাই তাহলে দৈনিক তিন লাখ টিকা দিতে পারবো। কিন্তু টিকার ঘাটতির কারণে এটা সম্ভব হচ্ছে না।’
গত এপ্রিল ও মে মাসে ভারতে দ্বিতীয় দফায় করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করলে দিল্লির অবস্থা ছিল সবচেয়ে বিপর্যস্ত। তখন প্রতিদিন আক্রান্তের দুঃখজনক মাইলফলক ছুঁয়েছিল দিল্লি। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল।
কিন্তু এখন সেই অবস্থার অনেক উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। কোভিডে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
এএস