লজ্জার যে ইতিহাসে শুধু ট্রাম্পই প্রথম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার প্রায় আড়াই শতাব্দি আগে যুক্তরাষ্ট্রের মাত্র দু’জন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছিলেন। কিন্তু মাত্র এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প লজ্জাজনকভাবে দু’বার অভিশংসিত হওয়ার পথে রয়েছেন।
২০১৯ সালের ১৮ ডিসেম্বর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় দেশটির পার্লামেন্টের এই নিম্নকক্ষ প্রেসিডেন্টকে অভিশংসিত করে। কিন্তু উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সংক্রান্ত অভিশংসন থেকে মুক্তি পান ট্রাম্প।
বিজ্ঞাপন
এবারের অভিশংসনের এই প্রক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে একটি প্রজন্মের কাছে গভীর দাগ ফেলে যাচ্ছেন। নীতিভ্রষ্ট আচরণের পরও রিপাবলিকান দলীয় আইনপ্রণেতাদের মধ্যে রহস্যজনকভাবে শক্তিশালী সমর্থন রয়েছে ট্রাম্পের।
গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সহিংসতায় সমর্থকদের উসকানি দেয়ার অভিযোগে ট্রাম্পের অভিশংসনের প্রক্রিয়া শুরুর একটি প্রস্তাব প্রতিনিধি পরিষদে তোলেন ডেমোক্র্যাট দলীয় সদস্যরা। মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে অভিশংসিত করার এই প্রস্তাব মঙ্গলবার রাতে পাস হয়েছে।
বিজ্ঞাপন
ট্রাম্পকে অভিশংসিত করতে এই সংশোধনী প্রয়োগের ওপর প্রতিনিধি পরিষদে ভোটাভুটির প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার আরও পরের দিকে মার্কিন প্রতিনিধি পরিষদে নজিরবিহীন এই ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসনের অভিযোগে বলা হয়েছে, তিনি বারবার নির্বাচনে জয়ের মিথ্যা দাবি করেছেন এবং সমর্থকদের গত ৬ জানুয়ারির সহিংসতায় ইন্ধন দিয়েছেন; যারা ক্যাপিটল হিলে দাঙ্গায় অংশ নেন। শুধু তাই নয়, নিজেকে বিজয়ী ঘোষণা করতে জর্জিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় প্রতিনিধিকে চাপ প্রয়োগ করেছিলেন ট্রাম্প।
প্রতিনিধি পরিষদের এই ভোটাভুটি ঘিরে ব্যাপক নাটকীয়তা শুরু হয়েছে মার্কিন রাজনীতিতে। ভোটাভুটিতে অভিশংসনের পক্ষে বেশি ভোট পড়লে সিনেটে আরেকবার শুনানির মুখোমুখি হতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেয়ার আগে ট্রাম্পের এই অভিশংসন মার্কিন রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করতে যাচ্ছে। তবে অভিশংসিত হলেও কত দ্রুত সিনেটে শুনানি শুরু হবে সেটি এখনও পরিষ্কার নয়।
এর আগে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে সরিয়ে দেয়ার দাবি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান শিবির থেকে উঠলেও তিনি সেটি করবেন না বলে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে জানিয়ে দিয়েছেন। পেন্স সেই দাবিকে বুড়ো আঙুল দেখালে কংগ্রেসে দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে অভিশংসনের ভোট আয়োজনের হুমকি দেন ডেমোক্র্যাটরা।
আগামী ২০ জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হবে। সাত দিন পর ট্রাম্পকে হোয়াইট হাউস ছাড়তে হবে।
কিন্তু ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের উস্কে দেয়ার অভিযোগে ট্রাম্পকে আর একদিনও ক্ষমতায় রাখতে চান না ডেমোক্র্যাটরা। এতে যোগ দিয়েছেন কিছু রিপাবলিকানও।
কংগ্রেসের ডেমোক্র্যাট পার্টির সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের যে দাবি তুলেছেন, তাতে এবার সমর্থন জানাতে শুরু করেছেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জনপ্রতিনিধিরাও। সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির কন্যা লিজ চেনিসহ অন্তত তিনজন রিপাবলিকান জনপ্রতিনিধি এবং উচ্চকক্ষ সিনেটের একজন সদস্য প্রকাশ্যে জানিয়েছেন, ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করা হলে তার পক্ষে ভোট দেবেন তারা।
যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে রিচার্ড নিক্সনের পর দ্বিতীয়বার প্রেসিডেন্টের নিজ দলের সদস্যরা তার বিরুদ্ধে অবস্থান নিলেন। সব মিলিয়ে দলে ও দলের বাইরে ব্যাপক চাপে রয়েছেন বাইডেনের কাছে হেরেও হার স্বীকার না করে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ট্রাম্প।
সূত্র: সিএনএন, নিউইয়র্ক টাইমস।
এসএস