সিরিয়ায় ইসরায়েলের হামলায় ৪০ জন নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলে অস্ত্রাগার ও সামরিক অবস্থান লক্ষ্য করে মঙ্গলবার রাতে ইসরায়েলের চালানো হামলায় কমপক্ষে নয় সিরিয়ান সেনা এবং মিত্রদের আরও ৩১ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে এএফপি।
২০১৮ সালের পর সিরিয়ায় এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা। সিরিয়া যুদ্ধে এ পর্যন্ত প্রায় চার লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।
বিজ্ঞাপন
সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর বরাতে সংবাদ সংস্থা এএফপি বুধবারের প্রতিবেদনে এ খবর জানিয়ে লিখেছে, ২০১৮ সালের পর সিরিয়ায় এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর দেইর আজ জোর থেকে ইরাকের সীমান্ত লাগোয়া এলাকাগুলোয় মঙ্গলবার রাতে ইসরায়েলের বিমান বাহিনী আঠারোটির বেশি হামলা চালালে এসব মানুষ প্রাণ হারান।
বিজ্ঞাপন
তবে মঙ্গলবার রাতের ওই হামলা নিয়ে ইসরায়েলে সামরিক বাহিনীর এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিরিয়ার সরকারি বাহিনীর নয় সদস্য ছাড়া বাকি যে ৩১ বিদেশি মিলিশিয়া যোদ্ধা ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক এই সংস্থা।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ এবং ফাতিমিড বিগ্রেডের ইরান সমর্থিত আফগান যোদ্ধারা মূলত সিরিয়ার ওই অঞ্চলে সক্রিয়। তাদের লক্ষ্য করেই হয়তো হামলা হয়েছে।
সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদুল রহমান ২০১৮ সালের জুনের পর এই হামলাকে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে অভিহিত করেন।
তবে মঙ্গলবার রাতের ওই হামলা নিয়ে ইসরায়েলে সামরিক বাহিনীর এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদুল রহমান ২০১৮ সালের জুনের পর এই হামলাকে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে অভিহিত করেন। জুনের ওই হামলায় ইরাকি-সিরিয়ানসহ কমপক্ষে ৫৫ সেনা নিহত হয়েছিল।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর দেশটিতে ইরান ও লেবান সমর্থিত যোদ্ধা লক্ষ্য করে কয়েকশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার ইরাক সীমান্তের কাছে পৃথক হামলায় ইরান সমর্থিত কমপক্ষে ১২ মিলিশিয়া যোদ্ধা নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলা হলো। এর আগের হামলাটি করা করেছে তা চিহ্নিত করতে পারেনি সংস্থাটি।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর দেশটিতে ইরান ও লেবান সমর্থিত যোদ্ধা এবং সিরিয়ার সামরিক বাহিনীকে লক্ষ্য করে কয়েকশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে প্রতিবেশী ইসরায়েলের সামরিক বাহিনী।
ইসরায়েলের সামরিক বাহিনীর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায় গত বছর অর্থাৎ ২০২০ সালে সিরিয়ায় কমপক্ষে ৫০ বার হামলা করেছে দেশটির সেনারা। উল্লেখ্য, সিরিয়া যুদ্ধে প্রায় চার লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।
এএস