আলজেরিয়ায় দাবানলে নিহত বেড়ে ৬৫
তুরস্ক, গ্রিসের পর এবার দাবানল দেখা দিয়েছে ভূমধ্যসাগরীয় অপর দেশ আলজেরিয়ায়। দাবানলে এ পর্যন্ত ৬৫ জনের প্রাণহানি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
নিহতদের মধ্যে ২৮ জন সেনা সদস্যও আছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন তারা।
বিজ্ঞাপন
এ ঘটনায় ইতোমধ্যে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেব্বৌনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। বুধবার এক টুইটবার্তায় এ সম্পর্কে প্রেসিডেন্ট বলেছিলেন, ‘টা খুবই দুঃখের বিষয় যে- ভুক্তভোগী মানুষকে উদ্ধারের সময় আমাদের ২৮ জন সেনা সদস্য শহীদ হয়েছেন। মৃত্যুর আগে তারা প্রায় ১০০ জন মানুষকে দাবানলের কবল থেকে সফল ভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। জাতি তাদের শোকে মর্মাহত।’
বুধবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাংশের পাহাড়ি অঞ্চল কাবিলির বেজাইয়া ও তিজি ওউজৌ এলাকায় আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত তা ছড়িয়ে পড়তে শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাবিলির ৫০ টি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে কাবিলির বৃহত্তম জেলা তিজি ওউজৌয়ে।
বিজ্ঞাপন
— c (@filtersmg) August 9, 2021
দাবানল কবলিত এলাগাসমূহে বসবাসকারী নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার তৎপরতা শরু করেছে দেশটির সেনা সদস্যরা। ইতোমধ্যে উপদ্রুত নাগরিকদের জন্য হোটেল, কমিউনিটি সেন্টার ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আপদকালীন আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আলজেরিয়া সেনাবাহিনীর এক মুখপাত্র।
এদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজৌ অভিযোগ করেছেন, উদ্দেশ্যমূলকভাবে লাগানো আগুন থেকে দাবানল ছড়িয়েছে।
সম্প্রতি তিজি ওউজৌ এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, একই সময়ে ৫০টি স্থানে আগুন লাগার ঘটনা অবিশ্বাস্য। আগুন লাগানোর পেছনে অপরাধীদের হাত রয়েছে।
উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগানোর অভিযোগে কাবিলির মেদেয়া ও আন্নাবা জেলা থেকে সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বেতার।
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ