পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান

আফগানিস্তানের সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের বিশেষ ভিসা দেবে পাকিস্তান। রোববার দেশটিতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান এক টুইটে এই তথ্য জানিয়েছেন।

পাশাপাশি, দেশটিতে দূতাবাস বন্ধের কোনো পরিকল্পনা আপাতত না থাকলে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দূতাবাসের লোকবল সীমিত রাখা হবে বলে পৃথক এক টুইটে জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূত।

টুইটে মনসুর আহমেদ খান বলেন, ‘আফগানিস্তানের বর্তমান অনিশ্চিত পরিস্থিতির প্রেক্ষিতে দেশটির সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের বিশেষ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। যেসব সংবাদকর্মী বিশেষ ভিসা নিতে ইচ্ছুক তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তান দূতাবাসের গণমাধ্যম শাখায় যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।’

পৃথক এক টুইটে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আফগানিস্তানে পাকিস্তান দূতাবাস বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে দূতাবাস কার্যালয়ে লোকবল সর্বনিম্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

১৯৯৬ সালে তালেবান যখন প্রথমবার আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল, সে সময় ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিল তৎকালীন তালেবান সরকারের। তবে ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর থেকে সেই সম্পর্কে শীতলতা আসা শুরু করে।

পশ্চিমের অনেক দেশ যদিও অভিযোগ করে আসছে, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার তালেবানগোষ্ঠীকে মদত দেওয়া অব্যাহত রেখেছে। তবে ইসলামাবাদ বরাবরই এই অভিযোগ নাকচ করে আসছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আফগান সরকার ও তালেবানগোষ্ঠীর মধ্যে সমঝোতায় মধ্যস্ততা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যোগাযোগ করেছিল হোয়াইট হাউস।

জবাবে ইমরান খান বলেছেন- আফগানিস্তানে এখন যে পরিস্থিতি, তাতে উভয়পক্ষের মধ্য সমঝোতায় পৌঁছানো কার্যত অসম্ভব।

সূত্র : জিও নিউজ

এসএমডব্লিউ