তালেবান কাবুলের প্রবেশদ্বারগুলো ঘিরে ফেলার পর চাপের মুখে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করেছেন। এরপর তালেবানের পক্ষ থেকে তাদের যোদ্ধাদের কাবুলে ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তালেবানের যোদ্ধারা শহরের চারপাশে অবস্থান নেওয়ার পরেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে চলে গেছেন। তাই লুটপাট ঠেকাতে তালেবান যোদ্ধাদের কাবুলে ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে। 

মানুষজনকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তালেবানের ওই মুখপাত্র আরও বলেন, ‘শান্তিপূর্ণ এবং সন্তোষজনকভাবে ক্ষমতা হস্তান্তরে সম্মত না হওয়া পর্যন্ত তালেবান যোদ্ধাদের কাবুলের সমস্ত প্রবেশপথে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

চারপাশ থেকে তালেবান যোদ্ধারা কাবুলে আসতে থাকলেও কোনো লড়াইয়ের খবর পাওয়া যায়নি। গুলির শব্দ পাওয়া গেলেও তা তালেবানের ‘বিজয় উদযাপন’ বলে মনে করছেন অনেকে। কয়েকদিনের মধ্যে ক্ষমতা হস্তান্তরের আশা করছে তালেবান।    

রাজধানী শহর কাবুলে ঢুকে পড়ার পর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার নয়, বরং সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছে তালেবান। তালেবানের কর্মকর্তারা বলেছেন, তারা আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতার সম্পূর্ণ হস্তান্তর চায়।

তালেবান ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, রাজনৈতিক চুক্তির পর গনি পদত্যাগ করবেন এবং রাষ্ট্রক্ষমতা একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেবেন। এর আগে অবশ্য তালেবানও জোর করে রাজধানী কাবুল দখল করবে না বলে জানিয়েছিল। 

এএস