তালেবানবিরোধী বিক্ষোভে গুলিতে কয়েকজন নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় আসাদাবাদ শহরে স্বাধীনতা দিবসের সমাবেশে তালেবানের গুলি এবং আতঙ্কিত লোকজনের দ্বিগ্বিদিক ছোটাছুটির সময় পদদলিত হয়ে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার আসাদাবাদে সেখানকার স্থানীয় বাসিন্দারা তালেবানবিরোধী বিক্ষোভ করলে সশস্ত্র এই গোষ্ঠীর সদস্যরা গুলি চালায়।
একদিন আগে কট্টর ইসলামি এই গোষ্ঠীর বিরুদ্ধে একই ধরনের এক বিক্ষোভ-প্রতিবাদে তালেবানের যোদ্ধারা গুলি চালিয়ে অন্তত তিনজনকে হত্যা করে।
বিজ্ঞাপন
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, আসাদাবাদে স্বাধীনতা দিবসের সমাবেশে আফগানিস্তানের জাতীয় পতাকা উড়ানো লোকজনের ওপর গুলি চালিয়েছে তালেবান। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।
রোববার রাজধানী কাবুল দখলে নেওয়ার পর আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে তালেবানের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করছেন দেশটির অনেক মানুষ। বুধবার পশ্চিমাঞ্চলীয় শহর জালালাবাদে বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকেই তালেবানের পতাকা পুড়িয়ে ফেলেন। তালেবানের পতাকা ছিঁড়ে প্রথমবারের মতো প্রতিবাদ-বিক্ষোভ করেন তারা।
বিজ্ঞাপন
পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের বাসিন্দা ও ওই ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সেলিম বলেছেন, তালেবানের গুলি অথবা গুলির কারণে আতঙ্কিত লোকজনের ছুটোছুটির সময় পদদলনে প্রাণহানি ঘটেছে কি-না তা এখনও পরিষ্কার নয়।
তিনি বলেন, ‘শত শত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন। প্রথম দিকে আমি আতঙ্কিত ছিলাম এবং বাইরে বের হতে চাইনি। কিন্তু আমার এক প্রতিবেশিকে বিক্ষোভে যোগ দিতে দেখে বাসায় থাকা পতাকা হাতে তুলে নিয়েছি।’
সেলিম বলেন, ‘তালেবানের গুলি এবং পদদলনে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন।’ আসাদাবাদের এই ঘটনার বিষয়ে তালেবানের মুখপাত্রের মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
স্থানীয় গণমাধ্যম বলছে, বৃহস্পতিবারও পূর্বাঞ্চলীয় জালালাবাদ এবং পাকতিয়া প্রদেশের একটি জেলায় তালেবানবিরোধী বিক্ষোভ হয়েছে। তবে এই বিক্ষোভ-প্রতিবাদে গুরুতর সহিংসতার খবর পাওয়া যায়নি। ১৯১৯ সালের ১৯ আগস্ট ব্রিটিশ শাসনমুক্ত হয় আফগানিস্তান। তখন থেকে প্রত্যেক বছর ১৯ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে দেশটি।
বুধবার জালালাবাদে আফগানিস্তানের কালো, লাল এবং সবুজ রঙয়ের পতাকা হাতে তালেবানবিরোধী বিক্ষোভ করেন সেখানকার শত শত মানুষ। এই বিক্ষোভে তালেবানের যোদ্ধাদের গুলিতে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। একই দিন তালেবানবিরোধী বিক্ষোভ হয়েছে আসাদাবাদ এবং দেশটির পূর্বাঞ্চলীয় আরেক শহর খোস্তে। এ সময় অনেককে তালেবানের সাদা রঙয়ের ইসলামি পতাকা ছিঁড়ে ফেলতে দেখা যায়।
এসএস