পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চীনা নাগরিকদের বহনকারী একটি গাড়িবহরে আত্মঘাতী হামলা হয়েছে। হামলায় চীনের এক নাগরিক এবং স্থানীয় দুই শিশুর প্রাণহানি ঘটেছে। শনিবার পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পাকিস্তানে এ ধরনের সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা ও হামলায় উভয় দেশের আহতদের প্রতি আন্তরিক সহানুভূতি এবং নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে চীনা দূতাবাস।

বেলুচিস্তানের গওয়ারদারের ইস্ট বে এক্সপ্রেসওয়ে প্রকল্পে এই হামলা হয়েছে বলে চীনা দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে। হামলায় আহত কয়েকজনকে উদ্ধার করে গওয়ারদারের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার এই ঘটনা তদন্ত এবং হোতাদের শনাক্ত করে কঠোর শাস্তি দিতে পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

এর আগে, গত জুলাইয়ে পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি বাঁধ নির্মাণ প্রকল্পের শ্রমিকদের বহনকারী বাসে আত্মঘাতী বোমা হামলা হয়। এতে চীনের তিন নাগরিকসহ অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাকিস্তানি তালেবান জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার সঙ্গে জড়িত। তবে টিটিপি বলেছে, তারা ওই হামলার সঙ্গে জড়িত নয়।

চীনের বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের অংশ হিসেবে পাকিস্তানে ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করছে বেইজিং।

এসএস