পাকিস্তানের উড়োজাহাজ আটকে রেখেছে মালয়েশিয়া
ব্রিটিশ আদালতে এক মামলার জেরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’র (পিআইএ) একটি উড়োজাহাজ আটকে রেখেছে মালয়েশিয়া। পিআইএ শুক্রবার খবরের সত্যতা জানিয়ে বলছে, কূটনৈতিক উপায়ে সমাধান চাইছে তারা।
পিআইএ-র এক মুখপাত্র জানিয়েছেন, ইজারাসংক্রান্ত মামলায় ব্রিটিশ আদালতের নির্দেশনায় বোয়িং-৭৭৭ উড়োজাহাজটি জব্দ করেছে মালয়েশিয়া। বিকল্প উপায়ে যাত্রীদের পাকিস্তানে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
বিজ্ঞাপন
মুখপাত্র আবদুল্লাহ এইচ খান বলেন, ‘মালয়েশিয়ার স্থানীয় একটি আদালতে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে উড়োজাহাজটি জব্দ করেছে। এ নিয়ে পিআইএ’র সঙ্গে আরেকটি পক্ষের মামলা চলছে ব্রিটিশ আদালতে।’
পাকিস্তানের পতাকাবাহী এয়ারলাইন্স পিআইএ ওই বিবৃতিতে এমন পরিস্থিতিকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করে বলেছে, বিষয়টির কূটনৈতিক সমাধান চেয়ে তারা পাকিস্তান সরকারের কাছে অনুরোধ জানাবে।
বিজ্ঞাপন
তবে উড়োজাহাজটি কোথায় জব্দ করা হয়েছে এ বিষয়ে কিছু জানানো হয়নি। এছাড়া ব্রিটিশ আদালতে ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের ইজারাসংক্রান্ত মতবিরোধ নিয়ে মামলাটি চললেও এ নিয়েও বিস্তারিত জানা যায়নি।
মালয়েশিয়ার বিমানবন্দর পরিচালক প্রতিষ্ঠান মালয়েশিয়া এয়ারপোর্টস হোল্ডিংস বেরহাদ জানিয়েছে, পাকিস্তানের উড়োজাহাজটি যেন কুয়ালালামপুর ছাড়তে না পারে আদালতের এমন নির্দেশ ছিল তাদের কাছে।
মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, আগামী ২৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। তার আগপর্যন্ত আটক পিআইএ’র ওই উড়োজাহাজটি মালয়েশিয়ায় থাকবে।
মহামারি শুরুর পর গত বছর ফ্লাইট চলাচল সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যাওয়ায় ৪০০ কোটি ডলার লোকসানে এমনিতেই ধুঁকছে পিআইএ। মে মাসে কার্যক্রম শুরুর পর করাচি দুর্ঘটনায় ৯৯ যাত্রীর ৯৭ জন প্রাণ হারান।
এএস