অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত এবং ভারতে উৎপাদিত করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে প্রতিবেশী দেশ নেপাল। খবর কাঠমান্ডু পোস্টের।

নেপালের ওষুধ প্রশাসন শুক্রবার জানায়, ভারতের পুনেভিত্তিক সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ড টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে তারা।

ওষুধ প্রশাসনের মহাপরিচালক ভারত ভাট্টারি বলেছেন, ‘আমরা কোভিশিল্ডের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এখন টিকা আমদানি করে নেপালে তা দেওয়া শুরু হবে।’

গত বুধবার নেপালের ওষুধ প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভূক্ত টিকাগুলো ব্যবহারের অনুমোদন পেতে আবেদন চাওয়ার পর কোভিশিল্ড ছাড়াও ভারতের একটি এবং চীনের একটি টিকা প্রস্তুতকারক আবেদন করে।

শুক্রবার সেরাম ইনস্টিটিউটের টিকার অনুমোদন দেওয়া হলো। এখন হায়দরাবাদভিত্তিক ভারত বায়োটেক ও বেইজিংভিত্তিক সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার বিষয়টি এখন পর্যালোচনা করে দেখা হচ্ছে।  

গত ৩ জানুয়ারি কোভিশিল্ড ও ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাক্সিন ব্যবহারের অনুমোদন দেয় ভারত। এরপর গত ৭ জানুয়ারি বাংলাদেশও অক্সফোর্ডের তৈরি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

এএস