নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে স্থান পেলেন জন্মসূত্রে কাশ্মীরি সামিরা ফাজিলি। বাইডেনের ন্যাশনাল ইকোনোমিক কাউন্সিলে (এনইসি) কাজ করবেন তিনি।

করোনার প্রকোপে নাজেহাল সর্ববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। নাজুক মার্কিন অর্থনীতির পুনুরদ্ধারের দিশা সন্ধানের কাজটি যে সংস্থা করবে সেই এনইসি’র ডেপুটি ডিরেক্টরের গুরুদায়িত্ব থাকবে কাশ্মীরি কন্যার কাঁধে।

আগামী ২০ জানুয়ারি থেকে বাইডেন প্রশাসনে কাজ শুরু করতে যাওয়া সামিরা ফাজিলি এর আগে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব আটলান্টার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিভাগের পরিচালক পদে কর্মরত ছিলেন।

বারাক ওবামা প্রশাসনে হোয়াইট হাউসে আর্থিক নীতিনির্ধারক পরিষদের পরামর্শদাতা ছাড়াও ওই সময় এনইসি ও মার্কিন ট্রেজারি বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টার পদেও কাজ করেছেন তিন সন্তানের জননী ফাজিলি।

সামিরা ফাজিলির জন্ম নিউইয়র্কের উইলিয়ামসভিলে। হার্ভার্ড কলেজ ও ইয়েল ল স্কুলে অধ্যয়ন শেষে শিক্ষক হিসেবে ইয়েল ল স্কুলেই কর্মজীবন শুরু করেছিলেন।

ছোট ব্যবসা, ক্ষুদ্র ঋণ, আবাসন ঋণ ও গ্রাহক সম্পর্কিত বিষয়ের বিশেষজ্ঞ কাশ্মীরি বংশোদ্ভূত এই নারী যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিষয়ক আন্ডার সেক্রেটারির দফতরের নীতিনির্ধারক দলেও কাজ করেছেন।

তবে বাইডেন ফাজিলি প্রথম কাশ্মীরি বংশোদ্ভূত নারী নন। এর আগে হোয়াইট হাউসের ডিজিট্যাল স্ট্র্যাটেজি টিমের সদস্য হিসেবে কাশ্মীরের আরেক নারী আয়েশা শাহকে মনোনীত করেছেন নবনির্বাচিত বাইডেন।

এএস