২১ কি.মি. মাইলেজের মারুতি সুজুকি ৫ লাখে
আগামী মাসেই হ্যাচব্যাক সেলেরিওর নতুন মডেলের গাড়ি আনছে মারুতি সুজুকি। কয়েক মাস ধরেই গাড়িটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। জানা গেছে, সেপ্টেম্বরেই গাড়িটি বাজারে আসতে পারে।
মারুতি সেলেরিও ২০১৪ সালে চালু হয়েছিল। কম দাম এবং সন্তোষজনক পারফরম্যান্সের কারণে গাড়িটি বাজারে বেশ জনপ্রিয় হয়। মারুতি সুজুকির অন্যান্য মডেলের তুলনায় এর ওয়েটিং পিরিয়ডও কম। মডার্ন বক্সি লুকের মাধ্যমে এরই পরবর্তী জেনারেশানের মডেল আনছে মারুতি।
বিজ্ঞাপন
এখন পর্যন্ত নতুন ডিজাইনের এই গাড়িটির সাইজ স্পেসিফিকেশন প্রকাশিত হয়নি। তবে, স্পাই ছবি অনুযায়ী মনে হচ্ছে, গাড়িটি আকারে একটু বড় হতে পারে। সিঙ্গেল লাইনের সামনের গ্রিলটিতে ক্রোমের একটি স্ট্রিপ রয়েছে। খুব বেশি জবরজাঁই করা হয়নি। ফলে মারুতি যে চলমান ট্রেন্ড ধরতে পেরেছে, তা বলাই যায়।
গাড়িটিতে ইঞ্জিনের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন হচ্ছে না। গাড়িতে ১.০ লিটারের একটি পেট্রোল ইঞ্জিন থাকবে। তাতে ৬৭পিএস পাওয়ার এবং ৯১এনএম টর্ক উৎপন্ন হবে। বর্তমান মডেলটি পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি সিএনজি ভেরিয়েন্টেও পাওয়া যায়। তবে ওয়াকিবহাল মহল বলছে, আরও শক্তিশালী ১.২ লিটার ইঞ্জিন-সহ-ও নতুন সেলেরিও বাজারে আনা হতে পারে। সেক্ষেত্রে নতুন ইঞ্জিনটি ৮৩পিএস পাওয়ার এবং ১১৩এনএম টর্ক উৎপন্ন করবে।
বিজ্ঞাপন
নতুন সেলেরিওতে অটো ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার ভিউ ক্যামেরা ইত্যাদি নতুন ফিচার্স থাকতে পারে। এগুলো নতুন সুইফটেও ছিল। এছাড়া অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সর এবং স্পিড অ্যালার্টের মতো ফিচারগুলোও দেওয়া হবে।
গাড়িটির দাম এখনকার মডেলের তুলনায় কিছুটা বেশি হতে পারে। এর দাম নির্ধারণ করা হয়েছে ভারতীয় মুদ্রায় ৪ লাখ ৬৫ হাজার থেকে ৬ লাখ টাকার মধ্যে। ২০-৩০ হাজার টাকা করে প্রতিটি ভেরিয়েন্টের দাম বাড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
এমএইচএস