আফগানিস্তান সম্পর্কে সিদ্ধান্ত নিতে সময় নেবে রাশিয়া
দিমিত্রি পেসকভ
আফগানিস্তান সম্পর্কে কোনো প্রকার সিদ্ধান্তে আসতে সময় নেবে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
পেসকভ বলেন, ‘আমরা মনে করি, আফগানিস্তানে তালেবান বাহিনীর আধিপত্য, সেখানে তালেবানদের ক্ষমতায় আসা এবং দেশের বেশিরভাগ অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ কায়েম করা একটি বাস্তব প্রক্রিয়া।’
বিজ্ঞাপন
‘কিন্তু বর্তমানে দেশটির যে অবস্থা, তাতে এখনও অনেক মতামত ও তথ্য বিনিময়ের অবকাশ রয়ে গেছে। এটি সময়সাপেক্ষ একটি ব্যাপার এবং আমরা (তালেবানদের স্বীকৃতির বিষয়ে) কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার আগে মতামত ও তথ্য বিনিময়ের প্রক্রিয়াটি চালিয়ে যেতে চাই।’
২০০১ সালে মার্কিন-ন্যাটো অভিযানে ক্ষমতা হারানো তালেবানগোষ্ঠী চলতি বছর ১৫ আগস্ট ফের আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়েছে। কাবুল দখল নেওয়ার আগের তিন মাসে আফগানিস্তানের ৩৪ টি প্রদেশের ২৮ নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কট্টর ইসলামপন্থি এই গোষ্ঠী।
বিজ্ঞাপন
বর্তমানে কাবুলে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে তালেবান বাহিনী। স্বাভাবিকভাবে তার স্বীকৃতির ব্যাপারটিও সামনে এসেছে।
এদিকে, তালেবান বাহিনী কাবুল দখলের পর যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ আফগানিস্তানে নিজেদের দূতাবাস বন্ধ ও নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে আনার তোড়জোর শুরু করলেও রাশিয়া তার দূতাবাস খোলা রেখেছে দেশটিতে। নিজ নাগরিকদের ফিরিয়ে আনতেও কোনো প্রকার ব্যস্ততা দেখায়নি রাশিয়া।
এ কারণে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশের মধ্যে ধারণা জন্মেছিল, তালেবান বাহিনীকে প্রথম যেসব দেশ স্বীকৃতি দিতে যাচ্ছে, তাদের তালিকায় থাকবে রাশিয়া।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে দিমিত্র পেসকভ কার্যত সেই সম্ভাবনা নাকচ করলেন।
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ